TMC: ‘আমরা সরকারি দলের লোক’… পাঁচিল টপকে তৃ়ণমূলীরা কলকাতা দাপাচ্ছে

কষা মাংস ভাত রুমালি রুটি খাওয়ার পর কলকাতা ঘুরে দেখতে মরিয়া একুশ জুলাই ‘শহিদ’ দিবসে আসা তৃ়ণমূল কংগ্রেস (TMC) সমর্থকরা। চলছে উচ্ছৃঙ্খলতার পর্ব, এমনই অভিযোগ।…

কষা মাংস ভাত রুমালি রুটি খাওয়ার পর কলকাতা ঘুরে দেখতে মরিয়া একুশ জুলাই ‘শহিদ’ দিবসে আসা তৃ়ণমূল কংগ্রেস (TMC) সমর্থকরা। চলছে উচ্ছৃঙ্খলতার পর্ব, এমনই অভিযোগ। সমাবেশ শুরুর আগে থেকে যেটা আশঙ্কা করছিলেন ট্রাফিক পুলিশরা সেটাই হচ্ছে সমাবেশ শেষের পর।

একুশে জুলাই সমাবেশ উপলক্ষে ধর্মতলায় কাতারে কাতারে ভীড় জমানো তৃণমূল সমর্থকরা বাঁধনহারা আনন্দে মাতোয়ারা। তারা বলছেন আমরা সরকারি দলের লোক। তারা ভীড় জমিয়েছে কলকাতার দর্শনীয় বিনোদন পার্ক অর্থাৎ ইকো পার্কে। টিকিট কেটে নয় বরং রেলিং টপকে চলছে ঢোকার পর্ব।

ধর্মতলা চত্বর জুড়ে বহু মানুষের সমাগম হয়। সবাই দূর দূরান্ত থেকে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনছেন বহু তৃণমূল সমর্থকরা। আবার বহু সমর্থক কলকাতা দাপাচ্ছে বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকের একাংশ ধর্মতলা চত্বরে একুশে জুলাইয়ের সমাগমে না গিয়ে ভীড় জমিয়েছে কলকাতার বিশেষ দর্শনীয় স্থান ইকোপার্কে। দশ ফুট উঁচু রেলিং টপকে একে একে তৃণমুলীরা ঢুকে পড়ছে পার্কের ভিতর।

তাদের এই অবাধ কর্মকাণ্ডে রীতিমতো হতবাক পথ চলতি সাধারণ মানুষ। তবে পার্ক কর্তৃপক্ষের নজরে এখনো ঘটনাটি এসেছে কিনা এ বিষয়ে জানা যায়নি। এখানে উঠছে এক বড় প্রশ্ন, তবে কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় আসতে উদ্যোগী ছিলেন না। নাকি জোর করে তাদের আনা হয়েছিল সভার জনসংখ্যা বাড়াতে। দলীয় নেতাদের অনেকেই চেষ্টা করেও সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। নিয়ম ভেঙে চলছে তৃণমুলের আস্ফালন ‘আমরা সরকারি দলের লোক’।

সমাবেশের জন্য বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন অনেকে। ২১ জুলাই-এর সকাল থেকে ভীড় চোখে পড়ে কলকাতার দর্শনীয় স্থানগুলিতেও। আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া চত্বরে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের ভীড় ছিল।সাংবাদিকদের তারা জানান যে ২১ জুলাইয়ের মিছিলে যাওয়ার আগে ঘুরে দেখছেন। মিছিলের আগে সল্টলেক, দমদম, শিয়ালদা, হাওড়া দেখেছেন। তারা দেখেছেন এসএসকেএম হাসপাতাল। যে সকল কলকাতার দর্শনীয় স্থানগুলি সকালে খোলেনি, সেগুলির গেটের সামনে থেকেই ঘুরে যাচ্ছেন অনেকেই। প্রতিবারের মতো এবারও ২১ শের সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ। একুশের সমাবেশ উপলক্ষে পিকনিকের মেজাজ চলছে।