Kunal Ghosh: ইডি-সিবিআইকে ট্যাগ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি কুণালের

লোকসভা ভোটের আগে বাংলায় জমে উঠেছে রাজনৈতিক তরজা। আর এখন নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh), বলা ভালো অভিমানী হয়ে রয়েছেন…

লোকসভা ভোটের আগে বাংলায় জমে উঠেছে রাজনৈতিক তরজা। আর এখন নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh), বলা ভালো অভিমানী হয়ে রয়েছেন কুণাল ঘোষ। গতকাল শুক্রবার কুণাল ঘোষ নিজের এক্স বায়ো থেকে মুছে ফেলেন রাজনৈতিক পরিচয়। এরপর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল।

গতকালই তিনি জানান, ‘সুদীপদা একটা বড় সাইজের শাহজাহান।’ তবে এবার আজ শনিবার এক টুইট বার্তায় আরও এক বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল। আজ ইডি,সিবিআইকে উদ্ধৃত করে কুণাল ঘোষ বলেন, “সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর হয়ে ভুবনেশ্বরের অ্যাপোলোতে অর্থ প্রদানের তদন্ত হওয়া উচিত। তিনি যখন হেফাজতে ছিলেন, তখন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল বা হাসপাতালকে দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা উচিত। যদি এটি সত্য বলে প্রমাণিত হয়, তবে এটি কয়লা কেলেঙ্কারির সাথে সম্পর্কিত হতে পারে এবং আরও তদন্তের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। যদি এজেন্সিগুলি এটি এড়ানোর চেষ্টা করে তবে আমার এই বিষয়ে তদন্তের জন্য প্রার্থনা করে এলডি কোর্টে যাওয়া উচিত।”