তৃতীয় দিনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, আজ দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ প্রতিনিধি দলের

রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধর্না শনিবার তৃতীয় দিনে পড়ল। ধর্না মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন দলের প্রথম সারির…

রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধর্না শনিবার তৃতীয় দিনে পড়ল। ধর্না মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন দলের প্রথম সারির নেতারা। সঙ্গে রয়েছেন শয়ে শয়ে দলীয় কর্মী। সকলের একটাই দাবি, যতক্ষণ না রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁদের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ এই ধর্না চলবে অনির্দিষ্টকালের জন্য। যদিও আজ তৃণমূলের এক দল প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করবেন, তবুও ধর্নায় অনড় থাকছে দল।

রাজ ভবন সূত্রে জানা গিয়েছে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের মেল মারফত আর্জির পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। আজ দার্জিলিংয়ের গুবেরন্যাটরিয়াল ম্যানশনের বিকেল ৫:৩০ টায় দেখা করবেন রাজ্যপাল। কেন্দের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ, MGNEGA প্রকল্পের বকেয়া টাকা আদায়ের এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দাবি নিয়ে রাজ ভবনের বাইরে প্রতিবাদী ধর্না শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির পর বাংলায় শুরু হয় অভিষেকের প্রতিবাদ। এরমাঝেই রাজ্যপাল আজ দার্জিলিংয়ে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ৩ জন থাকবেন প্রতিনিধি দলে – রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, লোকসভা সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্র।

কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের MGNREGA বকেয়া টাকা স্থগিত করার প্রতিবাদে বিপুল সংখ্যক দলের সদস্য এবং সিনিয়র নেতারা ঐতিহাসিক ব্রিটিশ আমলের ভবনে মিছিল করার পরে বৃহস্পতিবার টিএমসি জাতীয় সাধারণ সম্পাদক অবস্থান বিক্ষোভ শুরু করেন। গত দুই রাত অভিষেক শত শত দলীয় নেতাকর্মীর মতো প্রতিবাদস্থলে অবস্থান করেছেন এবং তাদের সঙ্গে বৈঠকও করেছেন। বর্তমানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যপাল।