পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দল আস্থা রাখছে: TMC

আগে অভিযোগ প্রমাণ হোক তারপর দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাঁর উপর আস্থা আছে। তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে এমনই জানানো হলো। এসএসসি নিয়োগ…

partha,money

আগে অভিযোগ প্রমাণ হোক তারপর দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাঁর উপর আস্থা আছে। তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে এমনই জানানো হলো।

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ইডি হেফাজতে গেছেন শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ । চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে ইডি। শুক্রবার থেতে টানা জেরার পর শনিবার গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

হেভিওয়েট মন্ত্রী ও দলীয় মহাসচিবের গ্রেফতারিতে চরম বিড়ম্বিত তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনিও নীরব। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়, কোনভাবেই নৈতিকভাবে আমরা মাথা নত করব না। বিজেপির চাপের কাছে আমরা মাথা নত করি না। সারদা কর্তা লিখে দেওয়ার পরও এক জন খোলাবাজারে ঘুরে বেড়াচ্ছেন। তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। একইসঙ্গে সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূল নেতারা।

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, এ রাজ্যে বাম আমলেও ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। বিজেপি সারা দেশে দুর্নীতি করছে এবং কংগ্রেসের দ্বিচারিতা ভূমিকা নিয়ে কিছু না বলাই ভালো।

তৃণমূল কংগ্রেসের দাবি, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূলের যোগ নেই। এই টাকার সঙ্গে তৃণমূল জড়িত নয়। এই মহিলা তৃণমূলের কেউ নয়। পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দল আস্থা রাখছে। যদি তিনি দোষী প্রমাণিত হন, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে। সাফ বার্তা দিল তৃণমূল।

পড়ুন: SSC Scam: দুর্নীতিগ্রস্ত সরকার চলছে তার নায়িকাকে গ্রেফতার করতে হবে: বিকাশরঞ্জন

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, এই টাকার উৎস কী? এর পিছনে কী রয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে বিষয়টি পরিষ্কার করা হোক। অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয় হবে।