Physical Assault:মূক ও বধির গৃহবধূকে ধর্ষণে রাজনৈতিক যোগ

মূক ও বধির গৃহবধূকে প্রতিবন্ধী কার্ড করিয়ে দেওয়ার নাম করে লাগাতার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে। অভিযোগের তীর পঞ্চায়েত…

rape

মূক ও বধির গৃহবধূকে প্রতিবন্ধী কার্ড করিয়ে দেওয়ার নাম করে লাগাতার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে। অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে। নিগৃহীত মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে প্রতিবেশী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে প্রতিবন্ধী কার্ড করিয়ে দেবে বলে শারীরিক নির্যাতন করতে থাকে। শুধু তাই নয় ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেয় অভিযুক্ত।

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১১ নং মোহাড় অঞ্চল এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতার স্বামী প্রথমে এই বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যাকে জানান। কিন্তু সে নাকি এই বিষয়ে কর্ণপাত করেনি বলে অভিযোগ। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ওই ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত সদস্যের ডান হাত স্থানীয় এক তৃণমূল কর্মী। যদিও তৃণমূলের তরফে এই ব্যাপারে মুখে কুলুপ আঁটা হয়েছে।

সবং থানাতে ওই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ অভিযোগ পেয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।