ফের দিল্লিতে ইডির তলব দেবকে

কলকাতা: ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল৷ কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব৷ এবার আর্থিক তছরুপ মামলায়…

Bengali actor Dev posing with a wide smile in the Maldives

কলকাতা: ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল৷ কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব৷ এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল৷ সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি দিল্লির ইডি অফিসে তৃণমূল সাংসদ দেবকে তলব করা হয়েছে৷

সূত্র মারফত জানা গিয়েছে, শুধু দেব নয় তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও আরেক কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে৷ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উত্তমকে তলব করেছে৷ আগে যখন দেবকে কেন্দ্রীয় সংস্থা তলব করেছিল তখন তিনি বলেছিলেন, “যতবার ডাকবে, ততবার যাব৷”

বেশ কয়েকদিন ধরেই ঘাটালে তৃণমূলের জেলা নেতৃত্বর সঙ্গে দেবের দূরত্ব বাড়ছিল৷ তা নিয়ে সাংসদের ক্ষোভও ছিল৷ ঘনিষ্ঠ সূত্রে খবর, সেখানকার কয়েকজন নেতার আচরণে ক্ষুব্ধ ছিলেন বলেই দেব এবার ঘাটালের প্রার্থী হতে চাননি৷ বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি গত মাসে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে কালীঘাটে ডেকে বৈঠক করে সাফ জানিয়ে দেন, দেব শিল্পী, ভালো ছেলে৷ কাজ করছেন অনেক৷

এরপর প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন দেব৷ তারপর আর তাঁদের অনুরোধ ফেলতে পারেননি তিনি৷ তাঁদের কথায় ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াবেন বলে মনস্থির করে ফেলেছেন টলিউডের সুপারস্টার৷ লোকসভা নির্বাচনে লড়াই করতে নিজে খুব একটা আগ্রহী ছিলেন না দেব৷ কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে ঘাটাল থেকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷