বুন্দেসলিগায় (Bundesliga) বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে পরাজয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে (UEFA Champions League) লাৎসিওর (Bayern vs Lazio) বিরুদ্ধে। হ্যারি কেনের (Harry Kane) বায়ার্ন মিউনিখ (Bayern Munich) যেন অতীতের ছায়া।
৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে ১০ জনের বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে আয়োজক লাৎসিও। বায়ার্ন ডিফেন্ডার দায়োত উপামেকানো গুস্তাভ ইসাকসেনকে আনাড়ি চ্যালেঞ্জ জানানোর পর স্পট কিক থেকে গোল করেন ইমোবিল, যার জন্য সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ফরোয়ার্ড।
শৃঙ্খলাবদ্ধ লাৎসিও জার্মান ক্লাবের আক্রমণ মোকাবিলা করেছে দক্ষতার সঙ্গে। বস্তুত বায়ার্নকে পুরো ম্যাচে ম্যাড়ম্যাড়ে দেখিয়েছে। আক্রমণে ঝড় তোলার পর জন্য পরিচিত বায়ার্ন মিউনিখ এদিনের ম্যাচে ছিল নিষ্প্রভ। আপ ফ্রন্টে হ্যারি কেন কার্যত কিছুই করতে পারলেন না।
Defeat in Rome.
♦️ #LAZFCB 1-0 (FT) ♦️ pic.twitter.com/YxYQ5EiRV3
— FC Bayern Munich (@FCBayernEN) February 14, 2024
শনিবার বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের কাছে ৩-০ গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরীয়া ছিল বাভারিয়ানরা। টানা দ্বিতীয় পরাজয়ের পর কোচ টমাস টুখেল ও তাঁর দলের ওপর আরও চাপ বাড়ল। নিজেদের শেষ দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে তারা।
‘আমরা ভালো শুরু করেছিলাম। প্রথম মিনিটে হ্যারি কেন, তারপর জামাল মুসিয়ালা শুরুটা ভালো করেছিল।’ ম্যাচ শেষে টুখেল বলেন, ‘প্রথমার্ধে আমাদের নিয়ন্ত্রণে ছিল।’
‘কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিতভাবে পড়তে শুরু করে। ব্যক্তিগত আমরা অনেক ভুল করেছি এবং আমাদের প্রতিপক্ষকে আরও সুবিধা করে দিয়েছি। ম্যাচ থেকে একাগ্রতা হারিয়েছি। আমরা ছন্দ হারিছি।’