তাক লাগানো পদক্ষেপের ঘোষণা করলেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় ইস্তেহারের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থের তার এই নজিরবিহীন ঘোষণা বলে জানিয়েছেন খোদ তৃণমূল বিধায়ক।
ক্রমশ হারাচ্ছে সবুজ। ফলে বাড়ছে গরম সহ নানা প্রাকৃতিক বিপর্যয়। পরিবেশ নিয়ে উদ্যোগের কথা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে তেমনভাবে উঠে আসে না। তবে, বরাহনগর উপনির্বাচন ছিল তার ব্যতিক্রম। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ইস্তেহারে জানিয়েছিলেন যে, তিনি জিতলে ফের সবুজ বরাহনগদর ফি্রিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার সেই লক্ষেই কাজ শুরু করলেন তিনি। ঘোষণা করলেন পুরস্কার মূল্যও।
বিধায়কের দফতর সবূত্রে জানা গিয়েছে যে, ২৭ শে জুলাই বরানগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন ক্লাবের মধ্যে সায়ন্তিকা ১০০০ বৃক্ষ বিতরণ করবেন। প্রতিটি ক্লাবকে দেওয়া হবে ৫টি করে গাছের চারা। আগামী এক বছর ধরে সেই সব গাছ পরিচর্চা করবেন ক্লাব কর্তৃপক্ষ। সেই বেড়ে ওঠা চারার অবস্থা আগামী বছর দেখবেন বৃক্ষ বিশেষজ্ঞরা। যার ভিত্তিতে দেওয়া হবে পুরস্কার।
Kolkata Metro: কলকাতা মেট্রোর নজিরবিহীন সিদ্ধান্ত, স্টেশন থেকে এবার উঠছে টিকিট বুকিং কাউন্টার!
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের জন্য থাকছে ২৫ হাজার টাকা নগদ। যা বিজয়ী ক্লাবগুলোকে দেবেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাকি তিনটি ক্লাব পাবে ১০ হাজার টাকা করে। ওই অর্থ উন্নয়নের স্বার্থে দেওয়া হবে বলে জানিয়েছেন বরাহনগরের বিধায়ক।
বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘উষ্ণতা যেভাবে বাড়ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের। এই কারণেই আমরা সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি। প্রতিটি ওয়ার্ড এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আমরা প্রতিটি ক্লাবকে ৫টি করে গাছ দিচ্ছি। স্কুল, কলেজ, আবাসন- প্রয়োজন বুঝে যেখানে পছন্দ গাছ লাগানো যেতে পারে। এক বছর পর আমরা ইন্সপেকশন করব। যারা সবথেকে ভাল গাছের পরিচর্যা করবে, রক্ষণাবেক্ষণ করবে, তাদের পুরস্কৃত করা হবে।’
ববিকে বরখাস্তের দাবিতে গীতা হাতে পথে শুভেন্দু! বয়কটে প্রবল চাপে ফিরহাদ?