Anubrata Mondal: মুখ খুললেন অনুব্রত, ‘আমার মেয়ে সব পাশ করেছে’

চাকরি বিতর্কে নাম জড়িয়েছে মেয়ের। সেই মামলা হাইকোর্টে গড়াতেই অনুব্রত কন্যা সুকন্যা সহ ৬ জনকে তলব করেছে আদালত। মেয়ের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্নের মুখে মুখ…

চাকরি বিতর্কে নাম জড়িয়েছে মেয়ের। সেই মামলা হাইকোর্টে গড়াতেই অনুব্রত কন্যা সুকন্যা সহ ৬ জনকে তলব করেছে আদালত। মেয়ের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্নের মুখে মুখ খুললেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিনি বলেন, আমার মেয়ে সব পাশ করেছে। সার্টিফিকেট আছে।

এদিন শারীরিক পরীক্ষার জন্য নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে আসার পর তিনি বলেন, যা বোঝার আদালত বুঝবে। তলব করেনি মেয়েকে। নথি জমা দিতে বলেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে সুকন্যার চাকরির বিষয়টি আদালতকে জানান। সেটা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বেলা ৩টের মধ্যে সুকন্যাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠান।
বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। হাই কোর্টে আইনজীবী ফিরদৌস বলেন, ‘‘স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন এক জন।’’ শুধু সুকন্যাই নন, অনুব্রতের আরও পাঁচ জন ঘনিষ্ঠ এবং আত্মীয় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ জানান ফিরদৌস।