ময়দানে সাড়া ফেলে দিয়েছেন দেবনাথ মন্ডল। লাল হলুদ জার্সি পরে দুরন্ত খেললেন। তারপরেই তিনি সই করলেন সবুজ মেরুন শিবিরে। বুধবার এটিকে মোহন বাগানে সই। এরপর থেকে জল্পনা শুরু হয়েছে মহিতোষ রায়কে (Mahitosh Roy) কেন্দ্র করে।
দেবনাথের মতো মহিতোষও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে ভালো খেলেছিলেন। সন্তোষ ট্রফিতে ছিল নজরকাড়া পারফরম্যান্স। দেবনাথের জার্সি বদলের পর মহিতোষকে নিয়েও শঙ্কিত ইস্টবেঙ্গল সমর্থকরা। কেউ কেউ এমনও দাবি করেছে যে তিনিও এটিকে মোহন বাগানে যোগ দিতে চলেছেন।
সত্যি কি মহিতোষ বাগানের খেলোয়াড়? এখনও পর্যন্ত নয়। এটিকে মোহন বাগান তাঁকে দলে নিতে ইচ্ছুক, এমন পোক্ত খবরও পাওয়া যায়নি। আগামী দিনে তাঁকে লাল হলুদ জার্সিতেই মাঠে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে নিশ্চিত ভবিষ্যতের জন্য তিনি অন্য কিছু ভাবতেই পারেন। সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
দেবনাথ মন্ডলের মতো মহিতোষ রায়ের কাছেও ইমামি ইস্টবেঙ্গলের মূল চুক্তি পত্র নেই বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে ভালো অফারে তিনি সাড়া দিতেই পারেন। আবার না-ও দিতে পারেন। কারণ লাল হলুদের প্রতি মহিতোষের আলাদা ভালো লাগা বা আবেগ করেছে বলে আগেও শোনা গিয়েছিল। তাঁর পরিবারও ইস্টবেঙ্গল ভক্ত বলে শোনা যায়। সেহেতু প্রতিবেশী ক্লাবে তিনি এখনই যোগ দিয়েছেন বা যোগ দিতে চলেছেন বলে যে দাবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেটা আপাতত সত্য নয়।