Loksabha election 2024:ট্রেনে চেপে অভিনব প্রচার সারলেন ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক

ভোটের মরশুমে যে যার মতো প্রচারের পন্থা বেছে নিয়েছেন। কেউ ঢাক-ঢোল বাজাচ্ছেন,কেউবা আবার বাড়ি ঢুকে রান্না করে দিচ্ছেন আবার কেউবা স্নান করিয়ে দিচ্ছেন এমনও ছবি…

ভোটের মরশুমে যে যার মতো প্রচারের পন্থা বেছে নিয়েছেন। কেউ ঢাক-ঢোল বাজাচ্ছেন,কেউবা আবার বাড়ি ঢুকে রান্না করে দিচ্ছেন আবার কেউবা স্নান করিয়ে দিচ্ছেন এমনও ছবি ধরা পড়েছে ভোটবাজারে। এইবার লোকাল ট্রেনে উঠে প্রচার সারলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। শনিবার সকালে নৈহাটি স্টেশন থেকে ১০.৪৭ মিনিটের ট্রেনে চেপে টিটাগড় অবধি গেলেন। কথা বলনেন নিত্যযাত্রীদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য। ট্রেনে চেপে তাঁর এই অভিনব প্রচার কি আদেও কাজে আসবে নাকি এই অঞ্চলের অন্যতম প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং বাজিমাত করবে, সেটা জানা যাবে আগামী ৪ জুন।

এইদিন সকালে বেশকিছু লোকজন সঙ্গে নিয়ে নৈহাটি স্টেশনে আসেন পার্থ ভৌমিক। নিজেই টিকিট কাটেন। তারপরে চা খেয়ে কিছু মানুষের সঙ্গে বার্তালাপ সেরে ট্রেনে চাপেন। সঙ্গে বেশ কিছু মিডিয়াকর্মী, ভর্তি ক্যামেরা এবং মোবাইল। লোকজনের সঙ্গে হেসে কথা বললেন। নিজের ছোটবেলার কথা মনে পড়ছে বলে তিনি জানান। নৈহাটির বিধায়ক এবং বর্তমান মন্ত্রী পার্থ নাটুকে মানুষ! তাই মানুষের সঙ্গে মিশতে তাঁর বরাবরই ভাললাগে বলে তিনি জানান। কিন্তু ভোটবাজারে এই ট্রেন সফর কতটা দাগ কাটতে পারল মানুষের মনে সেটা নিয়ে লেগে থাকবে জোর জল্পনা।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্যতম চর্চিত জায়গা। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কি টক্কর দিতে পারবেন পার্থ ? যদিও তৃণমূলের গোপনে খবর এই ভোটে নাকি অভিনেতা পার্থ অনেকটাই এগিয়ে! হেসেখেলে তিনি দিল্লি যাবেন তবে আবার অনেকে ভয় পাচ্ছেন যদি শেষ মুহূর্তে অর্জুন সিং কোনও খেলা খেলে জিতে যেতে পারেন। আপাতত ব্যারকাপুর শান্ত। জোরকদমে প্রচার সারছেন দুজনেই। তবে দেখার বিষয় শেষঅবধি কার মুখে হাসি ফোটে।