২ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, রইল সম্পূর্ন তথ্য

আগামী ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। এমনটাই জানিয়েছে পর্ষদ। পর্ষদ আরও জানিয়েছে ওইদিন সকাল ৯টায় প্রকাশিত হবে ফল৷ সকাল ৯.৪৫ থেকে ফল জানা…

Madhyamik student west bengal

আগামী ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। এমনটাই জানিয়েছে পর্ষদ। পর্ষদ আরও জানিয়েছে ওইদিন সকাল ৯টায় প্রকাশিত হবে ফল৷ সকাল ৯.৪৫ থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে৷ তবে প্রত্যেকবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের পক্ষ থেকে।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল। আর ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ, পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় এবার মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। এমনটাই জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷

সকাল ৯.৪৫ থেকে ফল জানা যাবে

জানা গিয়েছে, আগামী ২ মে বৃহস্পতিবার সকাল ৯ টার সময় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন সকাল ৯.৪৫ মিনিট থেকে । তবে মার্কশিট পাওয়া যাবে ঐ দিন স্কুল থেকেই ।পরিক্ষার্থীরা তা নিতে পারবেন। এমনটাই পর্ষদের তরফে জানা গিয়েছে। তবে প্রিন্ট করেও ওয়েবসাইট থেকেও মার্কশিট পাওয়া যাবে।

কীভাবে দেখবেন?

পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। এছাড়া, রেজাল্ট প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা৷