TMC: নৈহাটি বিধানসভা উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসছে দুই নাম

নৈহাটি বিধানসভা উপনির্বাচনের(TMC) সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসছে দুই নাম। প্রথম নাম সনৎ দে এবং দ্বিতীয় নাম তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রসঙ্গত নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক…

sanat dey-trirankur bhattacharya

নৈহাটি বিধানসভা উপনির্বাচনের(TMC) সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসছে দুই নাম। প্রথম নাম সনৎ দে এবং দ্বিতীয় নাম তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রসঙ্গত নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক এইবার ব্যারাকপুর লোকসভা নির্বাচনের প্রার্থী। তিনি যদি এইবার লোকসভা নির্বাচনে জিতে আসেন তাহলে নৈহাটি বিধানসভার আসনটি খালি হয়ে যাবে। আর সেই খালি আসনে প্রার্থী দেওয়ার জন্য সুস্পষ্ট রূপরেখা তৈরি করে রেখেছে ঘাসফুল। সূত্র মারফত খবর, নৈহাটি বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য দুজনের নাম ভেবে রেখেছে তৃণমূল।

Paschim Medinipur: সঠিক চিকিৎসার দাবিতে মন্ত্রী বীরবাহার পা ধরে রোগী পরিবারের কান্না

প্রথমত সনৎ দে, যিনি নৈহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড-এর একজন কাউন্সিলর এবং স্বাস্থ্য বিভাগের সিআইসি। শুধু তাই নয়, পার্থ ভৌমিকের যোগ্য উত্তরসূরী হিসেবে তাঁর নাম বহুবারই ভেসে উঠেছে। নৈহাটি অঞ্চলে তাঁর নামে দাপট আছে বলে শোনা যায় । সুবক্তা হিসেবেও তাঁর পরিচয় আছে বেশ। শুধু তাই নয়, তিনি সর্বদা সুরক্ষা বলয়ের ঘেরাটোপে থাকেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পড়ে তাঁর এবং তাঁর পরিবারের অপর আক্রমণ হয়। এছাড়াও তাঁর সাংগঠনিক জোর তাঁকে অনেকটাই এগিয়ে রাখে তবে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” এই বিষয়ে দল শেষ কথা বলবে।” আবারও তাঁকে জিজ্ঞাসা করা হয়, ” এইবার লোকসভা ভোটে জয়ের বিষয়ে কতটা আশাবাদী ?” তিনি উত্তরে বলেন, ” আমরা এইবার জিতবই। অর্জুনকে হারাবই।”

Lok Sabha Elections: লোকসভা ভোটে তৃণমূল বিপর্যয়ের আশঙ্কা কুণালের

অন্যদিকে তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কলকাতা ২৪*৭ ফোনে জানালেন যে, ” এই বিষয়ে আমি কিছু জানি। আর তাছাড়া আমি সাংগঠনিক বিষয়ে ভাল আছি।” পাল্টা প্রশ্ন করা হয়, ” ব্যারাকপুরে জয়ের বিষয়ে আশাবাদী?” তিনি আড়মোড়া ভাঙতে ভাঙতে উত্তর দিলেন, ” একশ শতাংশ!”সময় যত গড়াচ্ছে, ব্যারাকপুর জুড়ে উত্তাপ ততই বাড়ছে। আর আই আবহে নৈহাটি বিধানসভার পরবর্তী বিধায়ক হিসেবে ভেসে উঠছে এই নবীন এবং এক মধ্য প্রবীনের নাম।