CBI-এর অভিযানে ব্যাপক অস্ত্রশস্ত্র উদ্ধার সন্দেশখালিতে

বাড়ির মেঝে খুরতেই অস্ত্র ভাণ্ডার খুঁজে পেল সিবিআই (CBI)। কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটি বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বাড়ির মালিকের নাম…

বাড়ির মেঝে খুরতেই অস্ত্র ভাণ্ডার খুঁজে পেল সিবিআই (CBI)। কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটি বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বাড়ির মালিকের নাম আবু তালেব মোল্লা। সে আবার স্থানীয় তৃণমূল নেতার আত্মীয় বলে খবর। সরবেড়িয়াতে সিবিআই-এর ম্যারাথন তল্লাশিতে বিদেশী আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়েছে।

বিদেশে তৈরি পিস্তলও উদ্ধার হয়েছে। সন্দেশখালিতে ৫টি টিমে ভাগ হয়ে সিবিআইয়ের অভিযান চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোটের জন্য অস্ত্র মজুত, নাকি আগে থেকেই মজুত? যদিও এই ঘটনায় তৃণমূল মুখে কুলুপ এঁটেছে। 

বরখাস্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা সিবিআই ৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দলের উপর হামলাকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়েছিল।

বাজেয়াপ্ত হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে ইডি হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। তদন্তের অংশ হিসেবে সিবিআই চলতি মাসে গোপন ফোন লাইন ও ই-মেল অ্যাড্রেস খুলে সন্দেশখালির ক্ষতিগ্রস্তদের এগিয়ে এসে অভিযোগ দায়ের করতে উৎসাহিত করে। আধিকারিকরা জানিয়েছেন, প্রথম দিনেই সিবিআই ৫০টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে রাজনৈতিক প্রভাবশালীদের জমি দখলের অভিযোগও রয়েছে।