CPIM: ‘পিসি-ভাইপো দিচ্ছে শিস’ বাম শিবিরের ব্রিগেড গানে তৃণমূল-বিজেপি ‘সেটিং’

‘চাষী খাচ্ছে সেঁকো বিষ, পিসি ভাইপো দিচ্ছে শিস’ এমনই প্যারোডি গান সামাজিক মাধ্যমে ভাইরাল। গানটির স্বত্বাধিকারী ‘The left Creative’ গোষ্ঠী। এরা মূলত সামাজিক মাধ্যমে CPIM…

CPIM

‘চাষী খাচ্ছে সেঁকো বিষ, পিসি ভাইপো দিচ্ছে শিস’ এমনই প্যারোডি গান সামাজিক মাধ্যমে ভাইরাল। গানটির স্বত্বাধিকারী ‘The left Creative’ গোষ্ঠী। এরা মূলত সামাজিক মাধ্যমে CPIM প্রচার গ্রুপ। তাদের তৈরি গানে একসাথে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির ‘সেটিং’ উঠে এসেছে। গানের শেষে স্পষ্ট করে বলা হয়েছে ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশে চলুন।

সিপিআ়ইএম সূত্রে খবর, সাহিত্যিক সমরেশ বসুর কাহিনী অবলম্বনে প্রজাপতি সিনেমার ‘ডিম-পাউরুটি’ নামে একটি গান আছে। সেই গানের অনুকরণেই ব্রিগেড সমাবেশের থিম সং তৈরি করা হয়েছে। বিশ্লেষণে উঠে আসছে, বাংলা সাহিত্যের অন্যতম চর্চিত সমরেশ বসু যিনি ‘কালকূট’ নামে সমধিক প্রসিদ্ধ। তিনি একসময় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। পরে তিনি সরাসরি দলীয় সংস্রব ছাড়লেও বামপন্থী শিবিরেই ছিলেন। তাঁরই কাহিনী প্রজাপতি।

   

গানের মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, শিক্ষামন্ত্রীর জেলে যাওয়া, কৃষক আত্মহত্যা,চাকরি প্রার্থীদের ধর্না, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্য সবই এসেছে। মুখ্যমন্ত্রী মমতা ও প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করা হয়েছে। উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতাকে পুড়িয়ে খুন, প্রধানমন্ত্রী ফটো তুলতে ব্যস্ততা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, কুস্তিগীরদের আন্দোলনও এসেছে গানটিতে।

আগামী ৭ জানুয়ারি সিপিআইএমের যুব সংগঠন DYFI ব্রিগেড ময়দানে জনসভা করবে। সংগঠনের রাজ্য সভানেত্রী ও সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে রাজ্য জুড়ে ইনসাফ পদযাত্রা তীব্র রাজনৈতিক আলোচিত। কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত এই পদযাত্রায় মীনাক্ষীর নেতৃত্বে মিছিল দেখতে জনতার ঢল উপচে পড়েছিল।

ব্রিগেড সভার আগে একাধিক জনসভায় মীনাক্ষী মুখার্জি জানিয়েছেন, রাজ্যবাসীর জীবন জীবিকা ধংস করছে তৃণমূল। আর বিজেপি ধর্মীয় উন্মাদনায় জনতার চাহিদা চাপা দিতে মরিয়া। তৃণমূল ও বিজেপির সেটিং রাজ্যবাসীর কাছে স্পষ্ট। ব্রিগেডে জনসভায় এ রাজ্যের লক্ষাধিক ছাত্র-যুবরা নিজেদের ইনসাফ দাবি করবে।