আমাকে গ্রেফতারের ষড়যন্ত্র, ইডি সমনকে ‘বেআইনি’ কটাক্ষ দিল্লির মুখ্যমন্ত্রীর

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার দিল্লির মদ কেলেঙ্কারিতে (liquor policy scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানো সমন নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন।…

Delhi CM Arvind Kejriwal

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার দিল্লির মদ কেলেঙ্কারিতে (liquor policy scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানো সমন নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। কেজরিওয়াল ইডির ডাকা তিনটি সমনকে বেআইনি বলে অভিহিত করে বলেছেন যে এখন পর্যন্ত একটিও দুর্নীতি হয়নি এবং একটি প্রমাণও পাওয়া যায়নি। অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন যে আমাকে গ্রেফতারের চেষ্টা চলছে, এই মামলায় যে কাউকে গ্রেফতার করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল সরাসরি প্রশ্ন করেন, যদি কেলেঙ্কারি হয়ে থাকে তাহলে টাকা কোথায়?

সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গুণ্ডামি চলছে প্রকাশ্যে। যে কাউকে ধরে জেলে পুরে দাও, আমার সবচেয়ে বড় শক্তি সততা। তারা মিথ্যা মামলা দিয়ে আমার সততাকে আঘাত করতে চায়। আমার আইনজীবী বলেছেন, এই সব সমন অবৈধ। কেন এটা বেআইনি, আমি ইডিকে উত্তর দিয়েছি, তারা সঠিক সমন পাঠালে তদন্তে সহযোগিতা করব।

এ ছাড়াও কেজরিওয়াল বলেন, ‘বিজেপির লক্ষ্য সঠিক তদন্ত করা নয়, লোকসভা নির্বাচনে আমাকে প্রচারে বাধা দেওয়া। জিজ্ঞাসাবাদের অজুহাতে আমাকে ডেকে গ্রেফতার করাই তাদের উদ্দেশ্য। যাতে লোকসভায় প্রচার করতে না পারি।

সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘৮ মাস আগে সিবিআই আমাকে ডেকেছিল। আমি গেলাম, কিন্তু ইডি সমন বেআইনি। জিজ্ঞাসাবাদের অজুহাতে তারা আমাকে গ্রেফতার করতে চায়। যাঁরা বিজেপির সঙ্গে একমত নন, তাঁদের জেলে পাঠান। মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকেও তারা এই কারণে জেলে পুরেছে। তিনিও যদি বিজেপির সঙ্গে হাত মেলাতেন, তাহলে তিনি জেল থেকে বেরিয়ে যেতেন। এদেশে যা হচ্ছে তা বিপজ্জনক। আমাদের শরীরের প্রতিটি রক্তের ফোঁটা দেশের জন্য।‘