Jadavpur University: মমতার নজরে যাদবপুরে সিপিএম খুনি, সুজনের দাবি ধৃতরা কারা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এবার যাদবপুরের ঘটনা নিয়ে সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata_sujan

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এবার যাদবপুরের ঘটনা নিয়ে সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ছাত্র মৃত্যুর জন্য সরাসরি সিপিআইএম কে দায়ি করেছেন মমতা। এর পরেই বাম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষে বিদ্ধ তৃণমূল নেত্রী।

নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ইমামদের নিয়ে একটি সমাবেশে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বিজেপি ও সিপিএমকে একের পর এক নিশানা করেন। যাদবপুরের ছাত্র-মৃত্যুর ঘটনায় তিনি সিপিআইএমকে দায়ি করেছেন। মনতা সিপিআইএমকে নিশানা করে জানিয়েছেন, “আগে আমরা যাদবপুর নিয়ে গর্ববোধ করতাম। এখন কিভাবে এক ছাত্রকে মেরে ফেললো সিপিএম ইউনিয়ন। বছরের পর বছর রক্ত নিয়ে খেললেও শান্তি নেই”।

মুখ্যমন্ত্রীকে বাক্যবান ছুড়ে সুজন চক্রবর্তী জানিয়েছেন, ” মুখ্যমন্ত্রীর সত্য বলতে জানেনা, মিথ্যে বলতে জানে। যারা অ্যারেস্ট হয়েছে তারা কেউ এসএফআই নয়। বরং এসএফআই ব়্যাগিংয়ের বিরুদ্ধে বরাবর লড়াই করে। আমিও যাদবপুরের প্রাক্তনী ছিলাম আমরা বারংবার আক্রান্ত হয়েছি। অপরাধীকে ধরার নাম করে মুখ্যমন্ত্রী যেন অন্য কাউকে না ধরেন। এবং সঠিক তদন্ত করে যেন”।

এর আগে কোনও দলই যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় কোনও নির্দিষ্ট দলকে নিশানা করেননি। এই প্রথম মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে সরাসরি সিপিএমকে নিশানা করেছেন ছাত্র মৃত্যুর দায়ে। তাই রীতিমতো এই ঘটনার পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি।