Weather: ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা

Weather: সপ্তাহ শুরুতে ভারী বৃষ্টির পূর্বাভাস। গত সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি যেন বেশ কয়েক গুণ বেড়েছে। আজও রাজ্যের বেশ কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা…

Heavy Rain bengal girl

Weather: সপ্তাহ শুরুতে ভারী বৃষ্টির পূর্বাভাস। গত সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি যেন বেশ কয়েক গুণ বেড়েছে। আজও রাজ্যের বেশ কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কয়েক দিন আবহাওয়া এইরূপই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শুরু থেকে গোটা সপ্তাহ বৃষ্টিপাত বর্তায়মান থাকবে। বৃষ্টির পরিমাণ বাড়বে আরো বেশ কয়েক গুণ। এর সঙ্গেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আজ রাজ্যের বেশিরভাগ জেলারতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এই পাঁচ জেলায় বৃক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহর কলকাতায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা।

Wearher: আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।

সেই জেলা গুলি হল, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।