AFC CUP : বিমান বিভ্রাটে শহরে আসতে গিয়ে নানা সমস্যায় আবাহনী দল

মঙ্গলবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup( পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী।

Dhaka-Abahani

মঙ্গলবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup( পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী। গত ম্যাচে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসিকে হারিয়েছিল মেরিনার্সরা। যারফলে, হতাশা কাটিয়ে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে বাগান ফুটবলারদের।

সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই এবার আবাহনী বধ করতে মরিয়া লিস্টন- শুভাশিসরা। অন্যদিকে বিবিধ সমস্যা মিটিয়ে শহরে এসে উপস্থিত হয়েছে আবাহনী ফুটবল দল। আসলে বিগত কয়েকদিন ধরেই ভিসা সমস্যা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। অবশেষে রবিবার দুপুর তিনটে নাগাদ ভিসা হাতে পান দলের সকল ফুটবলাররা।

কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও সেদিন বিমানের টিকিট জোগাড় করে ভারতে আসা সম্ভব হয়নি দলের ফুটবলারদের পক্ষে। সোমবার সকালে ঢাকা আবাহনী দলের ফুটবলাররা আসতে শুরু করলেও এক বিমানে তাদের সবার আসা হয়ে ওঠেনি। তিনটি ভাগে ভেঙে কলকাতার বুকে এএফসি কাপ খেলতে আসে ঢাকা দল।

সকালে ঢাকা থেকে কলকাতায় আসেন ৫ বিদেশি সহ মোট ১৯জন ফুটবলার। দুপুরে কলকাতায় পা রাখেন আবাহনী দলের আরও ২২ জন ফুটবলার। তবে সেখানেই শেষ নয়। দুপুরে যেই সময় আসার কথা ছিল তার থেকে আরো অনেকটাই দেরীতে আসে সেই বিমান। যারফলে, বিশ্রাম নেওয়ার সময় অনেকটাই কমে গিয়েছে তাদের।

এই পরিস্থিতিতে কিছুটা জিরিয়ে নিয়েই এএফসি কাপের ম্যাচ খেলতে নামবে ঢাকার এই ফুটবল দল। ক্লাব ফুটবলের ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও এএফসি কাপের মঞ্চে আদৌ কতটা সফল হয় ঢাকা আবাহনী এখন সেটাই দেখার।