Weather: দুর্গা পুজোর আনন্দে জল ঢালবে মেঘ? হাওয়া মোরগ বলছে সবুর করো

Weather: আকাশ খানিক পরিষ্কার থাকলেও যে কোনও সময় হালকা বৃষ্টি তো হতেই পারে। তবে ভারী বৃষ্টি একেবারেই নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা…

Weather: আকাশ খানিক পরিষ্কার থাকলেও যে কোনও সময় হালকা বৃষ্টি তো হতেই পারে। তবে ভারী বৃষ্টি একেবারেই নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে একটি নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে এবং সন্নিহিত এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে মণিপুর থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পুজোয় বৃষ্টি হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে সামনের সপ্তাহে এব্যাপারে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে দেশের বিস্তীর্ণ অংশ থেকে ইতিমধ্যেই মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। বেশ কিছু রাজ্যে মৌসুমী বায়ু বিদায়ে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে যেসব জায়গা থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে পারে তার মধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানার কিছু অংশ, মহারাষ্ট্রের আরও কিছুটা অংশ এবং আরব সাগরে মধ্যভাগ।

রবিবার এবং সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হবে। হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। ওই জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।