Bangla Pokkho: বাংলায় চাকরি হবে বাঙালিদের, এই দাবিতে বাংলা পক্ষর মিছিলে ভিড়

চাকরি ও কাজে ভূমিপুত্র সংরক্ষণের (Jobs for Bengalis) দাবিতে বাংলা পক্ষর (Bangla Pokkho) মহামিছিলে বড় সাড়া পড়ল। সংগঠনটির দাবি, এ রাজ্যে অবাঙালিদের চাপ বাড়ছে।

Bangla Pokkhos Rally - Thousands of people gathered on the streets of Kolkata holding banners and flags, raising their voices in support of their cultural identity.

চাকরি ও কাজে ভূমিপুত্র সংরক্ষণের (Jobs for Bengalis) দাবিতে বাংলা পক্ষর (Bangla Pokkho) মহামিছিলে বড় সাড়া পড়ল। সংগঠনটির দাবি, এ রাজ্যে অবাঙালিদের চাপ বাড়ছে। এতে বিপদে বাঙালিরা। তাদের আরও অভিযোগ, বিজেপি পরিকল্পিত বঙ্গভঙ্গের চক্রান্ত করছে। তাদের মদতেই অবাঙালিদের রমরমা চলছে পশ্চিমবঙ্গে।

বাঙালিদের অধিকার চেয়ে বাংলা পক্ষর উদ্যোগে বাঘাযতীন স্টেশন থেকে নেতাজিনগর মোড় পর্যন্ত এক মহামিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়।

মিছিল শেষে নেতাজিনগর মোড়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় গর্গ চট্টোপাধ‍্যায় বলেন ” বহিরাগত সংস্কৃতি আমদানি করে বাংলাকে অশান্ত করা চলবে না। দাঙ্গাবাজদের বাংলার মাটিতে কোন স্থান নেই। কারা বাইরে থেকে এসে ভোটার লিস্টে নাম তুলছে, এলাকা দখল করছে -বাংলার পুলিস সেটায় দ্রুত তদন্ত করুক। বাংলার মাটিকে ইউপি-বিহার বানানোর চক্রান্ত চলছে। বাংলা পক্ষ তা হতে দেবে না।”

বাংলা পক্ষ নেতা কৌশিক মাইতি বাংলার মাটিতে বাঙালির কাজের অধিকার সুনিশ্চিত করার দাবি করেন। বাংলার সকল কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবি করা হয়। সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষা পরীক্ষা বাধ‍্যতামূলক করার দাবি করা হয়।

আয়োজক জেলার পক্ষে সম্পাদক প্রবাল চক্রবর্তী বাংলার অখণ্ডতা রক্ষা ও প্রগতিশীল সাংস্কৃতিক ঐতিহ‍্য রক্ষা করার বার্তা দেন। দক্ষিণ ২৪ পরগনার বাঙালিকে দাঙ্গাবাজদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।