China Radar Base: চিনের কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখছে ভারত, PMO-কে গোপন রিপোর্ট রাজনাথের

প্রতিবেশী দেশ চিন প্রতিনিয়ত ভারতের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। সর্বশেষ ঘটনাটি চিনের রাডার সিস্টেমের (China Radar system) ।

Defense Minister Rajnath Singh meets with Indian Prime Minister Narendra Modi to discuss a top-secret report on China's radar system.

প্রতিবেশী দেশ চিন প্রতিনিয়ত ভারতের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। সর্বশেষ ঘটনাটি চিনের রাডার সিস্টেমের (China Radar system) । চিন শ্রীলঙ্কার ডোনদারা উপসাগরে একটি রাডার সিস্টেম স্থাপনের কাজ করছে। চিনের এই পদক্ষেপে সতর্ক হয়ে গেছে ভারত সরকার। ভারতীয় নৌবাহিনীর গোয়েন্দা সংক্রান্ত ১২ পৃষ্ঠার একটি গোপন রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই প্রতিবেদনে চিনের গুপ্তচরবৃত্তির বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

প্রতিবেদনে বলা হয়েছে, চিন ভারতে গোয়েন্দাগিরি করার জন্য ডোন্দ্রা উপসাগরের ৪৫ একর জায়গায় একটি রাডার ঘাঁটি তৈরির কথা ভাবছে। এ জন্য দোন্দারা উপসাগরকে ৯৯ বছরের লিজে নিতে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনা করছে চিন। ডোন্দ্রা উপসাগর হাম্বানটোটা বন্দরের সাথে খুব মিল।

নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটিকে ব্রিফ করবেন রাজনাথ সিং
জানা গেছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দিকগুলি নিয়ে ১২ এপ্রিল সুরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটিকে এই তথ্য দেবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মাধ্যমে পিএমওতে পাঠানো ১২-পৃষ্ঠার শীর্ষ-গোপন প্রতিবেদনে, ভারতীয় নৌসেনা চিনের এমন পদক্ষেপের সম্ভাব্য বিপদ নিয়েও আলোচনা করেছে।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

বিশেষজ্ঞদের ধারণা, চিন যদি এই রাডার ব্যবস্থা স্থাপন করে, তাহলে ভারত মহাসাগরে ভারতের সমস্ত সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করতে পারবে। চিনের এই পদক্ষেপ শুধু ভারত নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকেও হুমকির মুখে ফেলবে। ডিওগো গার্সিয়ার ওপর আমেরিকার সামরিক তৎপরতাও পর্যবেক্ষণ করবে চীন।

নৌবাহিনীর জাহাজও ট্র্যাক করবে চিন!
শুধু তাই নয়, এ প্রান্ত থেকে রাডারের সাহায্যে আন্দামান ও নিকোবরে আসা নৌবাহিনীর জাহাজগুলিকেও ট্র্যাক করতে পারবে চিন। এটা স্পষ্ট যে চিন যদি এই রাডার সিস্টেম স্থাপন করে তাহলে ভারতের জন্য সমস্যা তৈরি হবে।