TET Scam: হাজার হাজার টেট চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির (Tet Scam)মাঝেই নতুন চাকরির ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বক্তব্য, তাঁরা কেন বারবার ইন্টারভিউ দেবে…

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির (Tet Scam)মাঝেই নতুন চাকরির ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বক্তব্য, তাঁরা কেন বারবার ইন্টারভিউ দেবে এই প্রশ্ন সামনে রেখেই সোমবার এপিসি ভবন অভিযানের ডাক দেন ২০১৪ সালের টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। মিছিল ঘিরে ধুন্ধুমার সল্টলেক।

বিক্ষোভে শামিল হন কয়েক হাজার চাকরি প্রার্থী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় শুয়ে পড়েন অনেকেই। অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভে নেমেছেন তাঁরা।

করুণাময়ী মেট্রো স্টেশনে মিছিল আটকায় কলকাতা পুলিশ। বাধা টপকে চাকরি প্রার্থীরা এগিয়ে যেতে শুরু করে। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান অনেকে। রাস্তার ওপর বসেই স্লোগান দিতে শুরু করেন চাকরি প্রার্থীরা।

২০১৪ সালে টেট বিজ্ঞপ্তি অনুযায়ী পাশ করেও এখনও চাকরি থেকে বঞ্চিত কেন বারবার মুখ্যমন্ত্রীর তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও, কেন চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ।

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগ, কখনও সাদা খাতা জমা দিয়ে আবার কখনও টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের।