ATK Mohun Bagan: মহাডার্বি ম্যাচ নিয়ে অঙ্ক কষা শুরু হুয়ান ফেরান্দোর

ডার্বি ম্যাচ নিয়ে অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando )। গত রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-৫…

Juan Ferrando

ডার্বি ম্যাচ নিয়ে অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando )। গত রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-৫ গোলের বড় ব্যবধানে জিতেছে সবুজ মেরুন শিবির। চলতি ইন্ডিয়ান সুপার লিগের(ISL) ক্রীড়াসূচি অনুযায়ী হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ অক্টোবর। স্বভাবতই, ডার্বি ম্যাচের আগে বড় ব্যবধানে জয় প্রীতম কোটালদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তুলবে।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর বাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর মগজে যে ডার্বি ম্যাচ ঘোরাফেরা করতে শুরু করেছে তা খেলা শেষে প্রেস মিটে এসে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। ফেরান্দোর কথায়,”এ রকম একটা জয়ের পরে হয়তো দলের আরও ভাল পারফরম্যান্স হবে, আরও উজ্জীবিত হয়ে খেলবে ছেলেরা। আবার অন্যরকমও হতে পারে। সব রকমই সম্ভব। নিজেদের খেলা নিয়ে ভাবনা চিন্তা করাটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেদের কাজ ঠিকমতো করে যাওয়া।”

এখানেই থেমে না থেকে ATK মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর সোজাসাপ্টা কথা, “আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের ওঠানামার ক্ষেত্রে ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে আরও কাজ করতে হবে। দু’সপ্তাহের মধ্যে কলকাতা ডার্বিতে নেমে পড়াটা অবশ্যই আমাদের কাছে ভাল ব্যাপার। ফুটবলার ও সমর্থকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। আশা করি ওই ম্যাচের জন্য দল তৈরি হয়ে যাবে।”

প্রসঙ্গত, ২০২০-২১,২০২১- ২২ ইন্ডিয়ান সুপার লিগ (ISL) মরসুম, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি আই লিগ টুর্নামেন্টের ডার্বি ম্যাচ এবং ২০২২- এর ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৬টা ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

তবে, ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও আবেগের স্রোতে গা ভাসাতে নারাজ।স্পষ্টতই ফেরান্দো বলেই দিলেন,”এখানে এসে স্থানীয় দলকে হারানো সত্যিই কঠিন। ফুটবলারদের এটা রপ্ত করতে হবে। এটাই ফুটবলের স্বাভাবিক ছবি।” ছেলেদের খেলায় খুশি হলেও কোনও ঢিলেমি মানসিকতা খেলোয়াড়দের বরদাস্ত করবেন না এবং জয়ের ধারাবাহিকতা আসন্ন ডার্বি ম্যাচে ফুটিয়ে তুলতে তিনি বদ্ধপরিকর সেটা গোটা প্রেস কনফারেন্সে হুয়ান ফেরান্দোর অবস্থান থেকে পরিষ্কার।