Tet Scam: সিবিআইয়ের SIT তদন্তে খুশি নন বিচারপতি গঙ্গোপাধ্যায়, বদলের ইঙ্গিত

টেট দুর্নীতি (Tet Scam) মামলায় তদন্ত করছে সিবিআইের সিট (SIT)। আদালতের নির্দেশে তৈরি হওয়া সিটের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) কিছু…

abhijit gangopadhyay

টেট দুর্নীতি (Tet Scam) মামলায় তদন্ত করছে সিবিআইের সিট (SIT)। আদালতের নির্দেশে তৈরি হওয়া সিটের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) কিছু সিট সদস্য ঠিকমতো কাজ করছে না বলেই সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। সিটের সদস্য পদে এবার বদল আসতে চলেছে?

চলতি বছরেই নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর মধ্যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন তিনি।

কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিট তদন্ত করবে। আদালতের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবগত করবে। কোর্টের অনুমতি ছাড়া সিটের সদস্যদের বদলি করা যাবে না বলেও নির্দেশ দেন বিচারপতি।

সিবিআইয়ের সিটে ছিলেন এসপি ধরমবীর সিংহ, ডিএসপি সত্যেন্দ্র সিংহ, ডিএসপি কেসি ঋষিনামূল, ইন্সপেক্টর সোমনাথ বিশ্বাস, ইন্সপেক্টর মলয় দাস এবং ইন্সপেক্টর ইমরান আশিক। এদের মধ্যে কয়েকজনের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।