ব্যাংক কর্মচারীদের পারিবারিক পেনশন বাড়িয়ে চূড়ান্ত বেতনের 30% করা হবে

নিউজ ডেস্ক: ব্যাংক কর্মীদের পারিবারিক পেনশন সর্বশেষ বেতনের 30% পর্যন্ত বাড়ানো হবে। সরকারি ব্যাংকের কর্মচারীদের NPS কর্পাসে ব্যাংকের অবদান বাড়িয়ে 14%করা হবে। ব্যাংক কর্মচারীদের পরিবারকে…

নিউজ ডেস্ক: ব্যাংক কর্মীদের পারিবারিক পেনশন সর্বশেষ বেতনের 30% পর্যন্ত বাড়ানো হবে। সরকারি ব্যাংকের কর্মচারীদের NPS কর্পাসে ব্যাংকের অবদান বাড়িয়ে 14%করা হবে।

ব্যাংক কর্মচারীদের পরিবারকে সুবিধা দেওয়ার জন্য সরকার ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের প্রস্তাব অনুমোদন করেছে, যাতে পারিবারিক পেনশন সর্বশেষ টানা বেতনের 3০% করা হয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সরকারের এই পদক্ষেপের ফলে ব্যাংক কর্মীদের প্রতি পরিবারে পারিবারিক পেনশন ৩০,০০০ থেকে বেড়ে ,৩৫,০০০ টাকা হবে। বুধবার মুম্বাইয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন।