TET: টেট ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকায় সন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা, রবিবার গোটা রাজ্যজুড়ে হল টেট পরীক্ষা(TET EXAM)। পাঁচ বছর পর রাজ্যজুড়ে টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৭ লক্ষ চাকরি প্রার্থী। দুর্নীতি…

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা, রবিবার গোটা রাজ্যজুড়ে হল টেট পরীক্ষা(TET EXAM)। পাঁচ বছর পর রাজ্যজুড়ে টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৭ লক্ষ চাকরি প্রার্থী। দুর্নীতি এড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তা এবং নজরদারিতে হয়েছে এইবারের টেট পরীক্ষা। পরীক্ষার পর পরীক্ষার্থীদের দেওয়া হয় ওএমআর শিটের কার্বন প্রতিলিপি। মঙ্গলবার প্রাথমিকের একটি মামলা চলাকালীন‌ শুনানিতে রবিবার সংঘটিত টেস্ট পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,’পরীক্ষা হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে’। বিচারপতির মুখে এধরনের মন্তব্য শোনার পরেই পর্ষদের আইনজীবী বলেন,’ এ বার টেট পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ করা থাকবে। ৫.৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে’।

২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষার পর নিয়োগ নিয়ে দুর্নীতির ভুরি ভুরি ঘটনা সামনে এসেছে রাজ্যে। কখনও নম্বর বাড়িয়ে, আবার কখনও সাদা খাতা জমা দিয়ে চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন। এমনটাও অভিযোগ উঠেছে। সেই সমস্ত মামলার তদন্ত করছে সিবিআই। তদন্ত করতে গিয়ে বারবার কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার জোগাড়। তদন্তে নামার পরেই একে একে তৃণমূল সরকারের হেভিওয়েট নেতাদের নিজের জেল হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বহু কর্মরত শিক্ষক চাকরি হারিয়েছেন। এখন সেই বিচারপতির মুখেই শোনা গেল টেট নিয়ে ইতিবাচক মন্তব্য। ঔষধ যেভাবে পেট পরীক্ষা পরিচালনা করেছে তাতে পর্ষদের ভূমিকা যথেষ্ট সন্তুষ্ট করেছে বিচারপতিকে।

যদিও টেট পরীক্ষার আগে পর্ষদ সভাপতি গৌতম পালের অভিযোগ ছিল, তাঁর কাছে বেশ কিছু এসএমএস এসেছে, যেখানে পরীক্ষা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখেছিলেন তিনি। প্রশাসনের আধিকারিকদের এবিষয়ে অবগত করেছিলেন বলেও জানিয়েছিলেন পর্ষদ সভাপতি। তবে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। পরে টেট পরীক্ষার দিনেই একাধিক পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। এরপরই পর্ষদ সভাপতি ‘টেট নির্বিঘ্নে হয়েছে’ বলে দাবি করেন।