TET EXAM: পরীক্ষার আগেই হোয়াটসঅ্যাপে টেটের প্রশ্ন! মুখ খুললেন শিক্ষামন্ত্রী

৫ বছরের অপেক্ষা, এরই মাঝে বাংলায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি পাহাড় চড়েছে। ৫ বছর পর আজ রাজ্যজুড়ে চলছে টেট পরীক্ষা(TET EXAM)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই একাধিক অভিযোগ…

৫ বছরের অপেক্ষা, এরই মাঝে বাংলায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি পাহাড় চড়েছে। ৫ বছর পর আজ রাজ্যজুড়ে চলছে টেট পরীক্ষা(TET EXAM)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই একাধিক অভিযোগ আসছে প্রতিনিয়ত। এরই মধ্যে অভিযোগ উঠছে টেটের প্রশ্ন ফাঁস নিয়ে,যা নিয়ে নতুন করে জলঘোলা হতে শুরু করেছে।আজ টেট পরীক্ষা চলছে কিন্তু পরীক্ষার আগেই সকাল থেকেই হোয়াটসঅ্যাপে ঘুরছে টেটের প্রশ্নপত্র,এমনটাই উঠছে। এই অভিযোগের প্রসঙ্গে এইবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী বলেন,’ আজ সকাল থেকেই একটা প্রশ্ন হোয়াটসঅ্যাপে ঘুরছে। ওটা টেটের প্রশ্ন নয়। প্রশ্নপত্রটি সম্পূর্ণ ফেক। আমি পর্ষদকে জানিয়েছি’। এমনকি সাইবার বিভাগের কাছেও এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী‌।

প্রসঙ্গত, টেটের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এখনও কলকাতা হাইকোর্টে টানাপোড়েন চলেছে। চলছে একের পর শুনানি। নতুন করে রোজ একাধিক রহস্যের উন্মোচন হচ্ছে। এরই মধ্যে রবিবার শুরু হয়েছে টেট পরীক্ষা। এবারে টেট পরীক্ষার্থীদের সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ১ হাজার ৪৬০ টি কেন্দ্রে পরিচালিত হচ্ছে পরীক্ষা। কড়া নজরদারি থাকছে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে। দুর্নীতি এড়াতে ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্র গুলি।

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। পর্ষদ সভাপতির অভিযোগ, তাঁর কাছে বেশ কিছু এসএমএস এসেছে, যেখানে পরীক্ষা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। প্রশাসনের আধিকারিকদের এবিষয়ে অবগত করেছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি গৌতম বাবু।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামীকাল পরীক্ষা কেন্দ্রগুলিতে বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীরা প্রবেশ এবং বের হওয়ার সময় বায়োমেট্রিক ব্যবহার করবেন। একইসঙ্গে পরীক্ষায় নজরদারি রাখার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। একেবারে কন্ট্রোল রুমে বসে পরীক্ষা কেন্দ্রগুলিতে তদারকি চালানো হবে। কোনও অভিযোগ আসা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে, গতকাল চুঁচুড়ার এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ১০ লক্ষ টাকার বিনিময়ে আজকের টেটের প্রশ্ন বিক্রি হয়েছে। প্রথমে ৫ লক্ষ টাকা করে নেওয়ার হয়েছে। পরে নেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা করে। শুভেন্দুর এই অভিযোগের মাঝেই সকালেই প্রশ্নপত্রের ঘোরাঘুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ কেউ আবার দুয়ে দুয়ে চার করছেন ,আবার অনেকে বর্তমান সময়ের ট্রেন্ড অর্থাৎ গুজব খবর বলে এড়িয়ে যাচ্ছেন বিষয়টিকে।