চেন্নাইনের দুরন্ত এই সাইনিংকে ছিনিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি

ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইন এফসির (Chennaiyin FC) মিডফ্লিডার আবদেনাসের এল খায়াতির (Abdenasser El Khayati) ইস্টবেঙ্গল এফসিতে (East Bengal FC) খেলার সম্ভাবনা নিয়ে জল্পনা দেখা দিয়েছে।…

Abdenasser El Khayati Chennaiyin FC

ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইন এফসির (Chennaiyin FC) মিডফ্লিডার আবদেনাসের এল খায়াতির (Abdenasser El Khayati) ইস্টবেঙ্গল এফসিতে (East Bengal FC) খেলার সম্ভাবনা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। ৬ ম্যাচে ৭ গোল এবং অ্যাসিস্ট ৪ গোলে লীগের সর্বোচ্চ স্কোরার এখন খায়াতি। এবার চেন্নাইনের দুরন্ত এই সাইনিংকে ছিনিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।

আদতে মরক্কোর হলেও নেদারল্যান্ডের নাগরিক ফুটবলার খায়াতি একজন অ্যাটাকিং মিডফ্লিডার। ৩৩ বছরের খায়াতি লেফট উইঙ্গার এবং সেন্ট্রাল মিডফ্লিডে খেলতে সাবলীল। ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত খায়াতির সঙ্গে চুক্তি রয়েছে চেন্নাইন এফসির।

চলতি আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ৯ ম্যাচ খেলেছে এবং হেরেছে ৬ ম্যাচ,জয় এসেছে তিন ম্যাচে।গত আইএসএলে লাল হলুদ জার্সিতে ‘লাস্ট বয়ে’র তকমা ঝেড়ে ফেলতে গিয়ে চলতি ২০২২-২৩ সেশনে একের পর এক ম্যাচ হেরে খাঁদের কিনারায় চলে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি।সমর্থকদের উদ্বেগ চলতি সেশনেও জার্সিতে ‘লাস্ট বয়ে’র লজ্জার দাগ লেগে যেতে পারে।তাই হাতে থাকা লিগের ১১ ম্যাচে লাল হলুদ ভক্তরা চাইছে প্রিয় দল ঘুরে দাঁড়াক।