সর্বত্র শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন হচ্ছে মন্তব্য রাজীব সিনহার

গত শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন। গোটা বাংলার নজরে এসেছে ভোটের হিংসা, খুন, সন্ত্রাসের রূপ। তারপরেই বিরোধীরা পুনর্নির্বাচন দাবি জানায়। ৬৯৬টি বুথে আজকে সকাল থেকে শুরু…

গত শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন। গোটা বাংলার নজরে এসেছে ভোটের হিংসা, খুন, সন্ত্রাসের রূপ। তারপরেই বিরোধীরা পুনর্নির্বাচন দাবি জানায়। ৬৯৬টি বুথে আজকে সকাল থেকে শুরু হয়েছে পুনরায় ভোট গ্রহণ পর্ব। তবে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকটি বুথে ভোট গ্রহণ পর্ব চলছে না। যদিও রাজ্য নির্বাচন কমিশনার দাবি করছেন সর্বোচ্চ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

নির্বাচন কমিশনারের এই মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে গোটা রাজনৈতিক মহলে। এই বিষয়ে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ” কোথায় কোথায় শান্তির জন্য নির্বাচন হচ্ছে সে সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট ধারণা নেই। দেখতে পাচ্ছি সেই একই ভাবেই গন্ডগোল হচ্ছে। এবং দেখা গেছিল আগের দিন অনেকে স্ট্রংরুমে ঢুকে পড়েছিলেন তাদের সাধারণ মানুষ ঘেরাও করে রেখেছে। এই সমস্ত বিষয় সম্পর্কিত তার কোন স্পষ্ট সিদ্ধান্ত নেই। ওনার কথার উপর বিশ্বাস করা বড় মুশকিল”।

   

অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আজকে প্রায় ৭০০ বুথে ভোট হচ্ছে সেখানে কয়জন মানুষ মারা যায়, কত ভোট লুণ্ঠিত হয় কত মানুষ আহত হয় সেটার উপরেই প্রমাণ হবে যে সেদিন সেন্ট্রাল ফোর্স দিলে এত মানুষ প্রাণ হারাতো না।

তিনি আবার মুখ্যমন্ত্রীকে নিশানা করে আরো বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক আর তিনি যদি না চান রাজ্যের মানুষ বাঁচুক কমসে কম তার দলের লোকেরা বাঁচুক, তাহলে আমরা কি করতে পারি। মুখ্যমন্ত্রী যদি রাজীব সিনহা নামক একজন অসুরকে দিয়ে রক্তের হোলি খেলতে চান তাহলে তোর কিছু করার নেই। জনগণ ছাড়া এদের তাড়ানোর কোনো রাস্তা নেই।