SSC Scam: সিবিআই চার্জশিটে ‘প্রাইভেট পার্সন’ কারা?

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সক্রিয় ভূমিকা সিবিআইয়ের (CBI)। মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিট জমা করল সিবিআই। যা ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্য ফেলে দিয়েছে।…

CBI west bengal

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সক্রিয় ভূমিকা সিবিআইয়ের (CBI)। মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিট জমা করল সিবিআই। যা ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্য ফেলে দিয়েছে। সেই তালিকায় রয়েছে সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ ১২ জনের নাম।

স্কুল সার্ভিস কমিশনের মামলায় ১২ জনের নাম যুক্ত করল সিবিআই৷ নবম দশম মামলায় প্রথম চার্জশিট। এর পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হতে পারে। সেই তালিকায় রয়েছে, শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, প্রসন্ন রায়, প্রদীপ সিং, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন, রোহিত কুমার ঝা।

   

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। সেইসঙ্গে এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে তৎপরতা বাড়িয়ে চার্জশিট পেশ করল সিবিআই৷

সূত্রে খবর, ছয় জন এসএসসির সঙ্গে যুক্ত ছিলেন। বাকি ছয় জনকে এসএসসি চার্জশিটে প্রাইভেট পার্সন বলে উল্লেখ করা হয়েছে৷ আগামী দিনে এই তালিকায় আর কাদের নাম যুক্ত করা হয় সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল৷