ATK Mohun Bagan: ডার্বিতে চমক দিতে প্রস্তুত আশিক কুরুনিয়ন

115
Ashique kuruniyan

আইএসএলের (ISL) এই মরশুমের প্রথম ডার্বি শুরু হতে হাতে আর তিনদিন। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের খেলোয়াড়রা সারছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে সবুজ মেরুণের এক তরুণ প্রতিভা অপেক্ষা করে আছেন বড় ম্যাচে একটি গোল পাওয়ার।

তিনি আশিক কুরুনিয়ন (Ashique Kuruniyan), এটিকে মোহনবাগান দলের উইঙ্গার। আজ মোহনবাগান মাঠে অনুশীলন করার ফাঁকে আশিক জানিয়েছেন, “গত ম্যাচে বড় জয় আমাদের ডার্বির জন্য অনেক সাহায্য করবে।”

তবে গত ম্যাচে সবুজ মেরুণ ব্রিগেড কেরালাকে ৫ গোল দেওয়ার পরেও সতর্ক আশিক। তাঁর মতে সবে দুটি ম্যাচ হয়েছে এখনই কোনো কিছু ভেবে নেওয়া উচিত নয়। দলের স্ট্রাইকারদের মধ্যে ভালো গুণ রয়েছে। তাই এমন রেজাল্ট ভবিষ্যতেও হতে পারে।

ইস্টবেঙ্গল দল সম্পর্কে কুরুনিয়ন জানিয়েছেন, “ইস্টবেঙ্গল খুব ভালো দল। তাদের রক্ষণ ভাগ যথেষ্ট শক্তিশালী। আমাদের ফাইনাল থার্ডে আরও জোড় দিতে হবে।”

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)