CBI: সবার মাথা কে? শান্তিপ্রসাদ-অশোকদের সামনে পার্থকে জেরার ছক

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে CBI, শুক্রবার রাতভর তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয়…

partha chatterjee

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে CBI, শুক্রবার রাতভর তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, একাধিক ডেটার হদিশ এখনও মেলেনি৷ সেবিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই জনকে। আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে দুই জনকে জেরা করতে চায় সিবিআই।

সিবিআই সূত্রে খবর, গ্রেফতারির পর থেকে দুই জনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য হদিশ পাচ্ছে না সিবিআই৷ সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই জনকে। কিন্তু দুই জনের তরফেই কোনও সদর্থক উত্তর মিলছে না।

   

সিবিআই সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে একাধিক তথ্য সামনে রেখেই হবে হচ্ছে জিজ্ঞাসাবাদ। তদন্তকারী অফিসাররা মনে করছেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শান্তিপ্রসাদ সিনহার। কার নির্দেশে নিয়োগ তালিকা তৈরি হত? কারা উপদেষ্টা কমিটিকে নিয়ন্ত্রণ করত? সবটা জানার চেষ্টা করছে সিবিআই।

আগামী দিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ে মুখোমুখি শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ এখন পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে সিবিআইয়ের তরফে৷ ফলে আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায়ের চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Partha Chatterjee avoided multiple questions during the CBI interrogation

ওয়াকিবহাল মহলের ধারণা, অশোক সাহা ও শান্তিপ্রসাদ সিনহাকে সাত দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। সাত দিনের মধ্যে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ সেইসমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখে আগামী দিনে ফের দুই জনকে হেফাজতে নেওয়ার পরিকল্পনা সিবিআইয়ের৷