Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা

পঞ্চায়েত দফতরে যেসব কর্মীরা রয়েছেন তারা এতদিন স্বাস্থ্য সাথী কার্ডের (Swasthya Sathi Card)সুবিধা পায়নি। আজ ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে সমস্ত পঞ্চায়েত কর্মীরা স্বাস্থ্য…

পঞ্চায়েত দফতরে যেসব কর্মীরা রয়েছেন তারা এতদিন স্বাস্থ্য সাথী কার্ডের (Swasthya Sathi Card)সুবিধা পায়নি। আজ ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে সমস্ত পঞ্চায়েত কর্মীরা স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাবেন। এবার থেকে গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত স্তরের যত কর্মীরা রয়েছেন তারা চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ডে পরিবার প্রতি ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।

এই সিদ্ধান্তের কথা প্রায় মাস ছয় আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। আজ ক্যাবিনেট বৈঠক থেকে তার অনুমোদন হল। এরপর থেকে পঞ্চায়েতের সকল কর্মীরা সরকারি চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবে।

বেশ কয়েকদিন আগে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডে এক বড় পরিবর্তন এনেছে। এখন থেকে বেসরকারি হাসপাতালে আর হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী নয়। স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ডে হাড়ের যে কোনও সমস্যায় অস্ত্রোপচার করানোর সুযোগ মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালে।

সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার পরিকাঠামো না থাকলে, তবেই একমাত্র বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে রোগীকে। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে। মালদা এবং মুর্শিদাবাদ জেলায় পরীক্ষামূলকভাবে প্রায় একবছর ধরে এই ব্যবস্থা চালু ছিল। এবার সেই মডেল চালু হতে চলেছে গোটা রাজ্যে।