মমতার শাসনে বাংলার লক্ষ্মী সন্তান বিক্রি করলেন

সংসারে চরম অভাব। তার উপর স্বামী মাদকাসক্ত। স্বামীর রোজগারও তেমন নয়। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কোল আলো করে ৮ মাস আগে জন্ম নেয় পুত্র…

সংসারে চরম অভাব। তার উপর স্বামী মাদকাসক্ত। স্বামীর রোজগারও তেমন নয়। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কোল আলো করে ৮ মাস আগে জন্ম নেয় পুত্র সন্তান। তবে অভাব আরও বেড়ে গেল। এই অবস্থায় কঠিন সিদ্ধান্ত নিলেন মা। সংসারের জন্য টাকা জোগাড় করতে দুধের শিশুকে বিক্রি করে দিলেন মা। ঘটনাটি উত্তর ২৪ পরগণার পানিহাটি গান্ধীনগরের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত মা কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নিজের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পানিহাটি (Panihati) পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় মা-বাবার বিরুদ্ধে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে শিশুটির ঠাকুরদার বিরুদ্ধে।

   

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বাড়িতে দেখা যাচ্ছিল না সাথী এবং জয়দেবের ৮-মাসের ছেলেকে। প্রতিবেশিরা সন্তানের কথা জিজ্ঞাসা করায় সাথী-জয়দেব জানায় এক আত্মীয়দের বাড়িতে ঘুরতে গিয়েছে সে। তবে এই কথা প্রতিবেশিরা বিশ্বাস করতে নারাজ। সন্দেহ হওয়ায় স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানায় তারা।  তদন্তে নামে পুলিশ।

পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে যে টাকার বিনিময়ে শিশুপুত্রকে স্থানীয় এক মহিলার কাছে বিক্রি করে দিয়েছে সাথী-জয়দেব। একথা পুলিশের কাছে সাথী চৌধুরী শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশকে সাথী জানিয়েছে ২ লক্ষ টাকার বিনিময়ে সন্তান বিক্রির কথা হলেও ওই মহিলা তাঁকে পুরো টাকা দেননি। এখনও ৭০ হাজার টাকা পান বলেই জানান সাথীদেবী।

সন্তান বিক্রির অপরাধে অভিযুক্ত বাবা জয়দেব চৌধুরী, মা সাথী চৌধুরী এবং ঠাকুরদা কানাই চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুকে বিক্রি করে দেওয়ার মতন এমন জঘন্য ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।