অবশেষে বহু প্রতীক্ষিত ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। আগামী ১৬ ই আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup) ঢাকে কাটি পড়বে।গত দু’বছর কলকাতায় কোন ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ডুরান্ড কমিটির সৌজন্যে এবার সেই বহু প্রতীক্ষিত ডার্বি হতে চলেছে। তাই উচ্ছাসে ভাসছে দুই প্রধানের সমর্থকরা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ডুরান্ড কাপের সরকারি ঘোষণা করেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
তিনি বলেন, ‘ এবার কুড়িটা দল নিয়ে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে। আইএসএল এর ১১ টা দল খেলছে। পাশাপাশি আর্মির চারটা দল খেলছে। সেই সঙ্গে আই লিগ ক্লাব খেলছে। বলা যেতে পারে খুব খুব জমজমাট হতে চলেছে এবার ডুরান্ড কাপ। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ১৬বার করে ডুরান্ড কাপ জিতেছে। এবার দেখা যাক কারা জেতে।
সব থেকে আনন্দের কথা ২০২৫ সাল পর্যন্ত কলকাতায় ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। এবার ডুরান্ড কাপ গতবারের থেকে আরও জমজমাট হবে বলি আশা করছি।’ আয়োজকরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুরান্ড কাপে উদ্বোধন করবেন।
শুধু তাই নয় ফাইনালে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রোপদ্রী মুর্মু। জানা গিয়েছে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। সেক্ষেত্রে এবারের ডুরান্ড কাপ অন্য মাত্রা পেতে চলেছে তা বলা যায়।