SSC Scam: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Scam) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ। সন্ধ্যে ৬ টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিজাম…

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Scam) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ। সন্ধ্যে ৬ টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে পার্থকে।

গত ১৩ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ৭ টি মামলার ক্ষেত্রে ৫ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সেই স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এবার বুধবার সেই রায় অব্যাহত রাখল কলকাতা হাইকোর্ট।

   

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ সীমা অতিক্রম করছে না।

এদিন মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বলবৎ করা হয়েছে। অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশে মান্যতা দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৯ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে সুপার কমিটি গঠন করা হয়েছিল, তাঁরা জড়িত। মন্ত্রীও এই ঘটনায় জড়িত। যে পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে তা তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

একইসঙ্গে প্রাক্তন বিচারপতি আরকে বাগ নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট সিঙ্গেল বেঞ্চের হাতে তুলে দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে তদন্ত হবে বলে জানিয়েছে আদালত।