Kolkata: কলকাতায় বিরাট অভিযানে ইডি,এবার কার পালা?

ইডি নজরে মন্ত্রীর ভাইয়ের বিপুল সম্পত্তি  কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি।  দিল্লিতে অনুব্রত কন্যাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ সকাল থেকে কলকাতা (Kolkata) জুড়ে অভিযান আর্থিক তদন্তকারী…

  • ইডি নজরে মন্ত্রীর ভাইয়ের বিপুল সম্পত্তি 
  • কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। 
  • দিল্লিতে অনুব্রত কন্যাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ

সকাল থেকে কলকাতা (Kolkata) জুড়ে অভিযান আর্থিক তদন্তকারী এজেন্সি ইডির। কলকাতার একাধিক জায়গায় একসাথে চলছে অভিযান। সূত্রের খবর, মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর গোপন লেনদেনে নজর ইডির। অভিযানে আছেন মহিলা ইডি অফিসারও।

সল্টলেকের এইচবি ব্লকে ইডি অভিযান এক ব্যবসায়ীর বাড়িতে। পাঁচ জন ইডি আধিকারিক তল্লাশিতে নেমেছেন। ইডি ওই ব্যবসায়ীর বিষয়ে বিস্তারিত জানায়নি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অন্যদিকে গোরু পাচার তদন্তে দিল্লিতে ফের জেরার মুখোমুখি তৃ়ণমূল কংগ্রেস নেতা অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন ইডি অফিসাররা। কী করে একজন শিক্ষিকা হয়ে সুকন্যা কোটি কোটি টাকার মালকিন হন এই প্রশ্ন সামনে রেখে চলছে জিজ্ঞাসাবাদ। জেরা করা হচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ও তার স্ত্রী সহ পরিচিত কয়েকজনকে। ফের তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকে।

ইডি ও সিবিআই নজরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই বলে জানা গেছে। মন্ত্রীর ভাইকে তলব করা হয়েছে। গোরু পাচার, এসএসসি, টেট দুর্নীতির তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য।