তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবে ইস্টবেঙ্গল : স্টিফেন কনস্টাটাইন

আজ, শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) খেলতে নামছে চেন্নাইন এফসির বিরুদ্ধে।  টমাস ব্রডারিকের চেন্নাইন এফসি শক্ত গাট তা ATK মোহনবাগানের বিরুদ্ধে…

Stephen Constantine

আজ, শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) খেলতে নামছে চেন্নাইন এফসির বিরুদ্ধে।  টমাস ব্রডারিকের চেন্নাইন এফসি শক্ত গাট তা ATK মোহনবাগানের বিরুদ্ধে পারফরম্যান্সের দিকে চোখ রাখলে বোঝা যাবে।সবুজ মেরুন শিবিরের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে মহম্মদ রফিকরা। তাই এই ম্যাচ হাড্ডাহাডি হতে চলেছে।

ঘরের মাঠে এই ম্যাচে নামার আগে বৃ্হস্পতিবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেন, তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই এই ম্যাচে নামছে তাঁর দল। ঘরের মাঠে এর আগে এফসি গোয়ার কাছে শেষ মুহূর্তের গোলে হেরেছেন। কোচের বক্তব্য, তাঁর দল যথেষ্ট ভাল খেলছে। কিন্তু যখন গোল দরকার, তখন সেই গোলটাই করতে পারছে না। তবে তিনি যে দুশ্চিন্তায় পড়েননি, এটুকু বুঝিয়ে দিলেন এ দিন। বললেন, দল ক্রমশ প্রতি ম্যাচে উন্নতি করছে, আরও করবে। এই ম্যাচে তাই তাঁর তিন পয়েন্টের আশা অনেক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রসঙ্গত,ক্লেইটন সিলভা ছাড়া লাল হলুদ শিবিরে গোল করার লোকের অভাব প্রতি ম্যাচেই ফুটে উঠছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রো স্কোয়াডে থাকলেও মশাল জ্বালাতে পারছে না।টিম ম্যানেজমেন্ট এলিয়ান্দ্রোর পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নয়,এমনটাই খবর। তাই আগামী বছরের ফিফা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ভাল মানের বিদেশী স্ট্রাইকারের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লাল হলুদ থিঙ্ক ট্র‍্যাঙ্ক। থিঙ্ক ট্র‍্যাঙ্ক এমন ফুটবলার খুঁজছে যে গোল করার পাশাপাশি একটু নীচের থেকে নেমে খেলা ধরে সাপ্লাই চেন তৈরি করতে পারবে।

প্রতিপক্ষ চেন্নাইন এফসি দল নিয়ে যথেষ্ট পেপার ওয়ার্ক করেছেন কনস্টাটাইন এবং টমাস ব্রডারিকের স্কোয়াডকে লাল হলুদ দলের বৃটিশ কোচ কোনও মতেই হাল্কা ভাবে নিচ্ছেন না তা বোঝাতে গিয়ে স্টিফেন কনস্টাটাইন বলেন,”কলকাতায় এসে যারা ATK মোহনবাগানকে হারিয়ে গিয়েছে, তাদের সমীহ করতেই হবে। ওদের যথেষ্ট ভাল ভাল খেলোয়াড় আছে। আগেও বলেছি, প্রত্যেক প্রতিপক্ষকেই আমরা শ্রদ্ধা করি। কাল আমরা ঘরের মাঠে তিন পয়েন্টের জন্যই খেলব।”

চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের হাইপ্রেসার গেম ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে গিয়ে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে তুমুল কাটাছেড়া করছে লাল হলুদ ভক্তরা। এই কাটাছেড়া করার কারণ একটাই দল উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক। লাল হলুদের বৃটিশ কোচ আর কতদিন ‘আবেগ’ নিয়ে ছেলেখেলা করবেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইস্টবেঙ্গল ভক্তদের মধ্যে।