SSC Scam: টালিগঞ্জ নাকি বেলঘরিয়া, অর্পিতার দুটি ফ্ল্যাটে ‘টাকার লড়াই’ চলছে

কোন ফ্ল্যাটে বেশি টাকা? গণনা চলছে। বুধবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান ফের বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছে ইডি৷ সেই টাকার পরিমাণ ইতিমধ্যেই ২০ কোটি…

arpita

কোন ফ্ল্যাটে বেশি টাকা? গণনা চলছে। বুধবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান ফের বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছে ইডি৷ সেই টাকার পরিমাণ ইতিমধ্যেই ২০ কোটি পার করেছে৷ সঙ্গে উদ্ধার হয়েছে সোনার গয়না, রূপোর মুদ্রা এবং ৩ কেজি সোনার বার উদ্ধার। টাকার অঙ্ক এখনও কত পার করবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না৷ (SSC Scam)

গত ২২ জুলাই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির বেশি টাকা উদ্ধার করে ইডি৷ একাধিক তথ্যও হাতে পান ইডির আধিকারিকরা৷ সেই সমস্ত তথ্য ও প্রমাণকে সামনে রেখে শুরু হয় তল্লাশি অভিয়ান। এদিন তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা৷

এদিন ৮ নম্বর বালিগঞ্জ প্লেসের একটি বাড়িতে অভিযান চালিয়েছে ইডি৷ সেই বাড়িতে তালাবন্ধ অবস্থায় একটি লকার দেখতে পান ইডির আধিকারিকরা৷ ইতিমধ্যেই সেই লকার ভাঙার সমস্ত জিনিসপত্র আনা হয়েছে৷ সেখান থেকে বিশেষ তথ্য হাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বিপুল অঙ্কের টাকা এল কীভাবে? তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের সঙ্গে দলের যোগ নেই৷ তা বারবার প্রমাণ করার চেষ্টা করছেন তৃণমূল কর্মীরা৷ আবার অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে। তা জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবারই পার্থ চট্টোপাধ্যায়কে ছেঁটে ফেলবে তৃণমূল? ক্যাবিনেট বৈঠক ঘিরে জল্পনা।