SSC Scam: অর্পিতার ফ্ল্যাটে গণনা চলছে, ১৫ কোটি বাজেয়াপ্ত আরও বিপুল পড়ে আছে

বুধবার ইডির নজরে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট৷ এদিন তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা৷ ইতিমধ্যেই চারটি…

বুধবার ইডির নজরে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট৷ এদিন তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা৷ ইতিমধ্যেই চারটি মেশিন এনে শুরু হয়েছে টাকা গোনার কাজ। উদ্ধার হয়েছে সোনার গয়না এবং জমির দলিল৷ এমনটাই ইডি সূত্রে খবর৷

একইসঙ্গে ইডি সূত্রে খবর, টাকার অঙ্ক এখনও অবধি আন্দাজ করতে পারছেন না তাঁরা। তবে যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে তাতে চক্ষু চড়কগাছ হওয়ার সমান৷ স্থানীয় সূত্রে খবর, এই ফ্ল্যাটে খুব একটা বেশী আসতেন না অর্পিতা৷ তবে কী সমস্ত টাকা এখানেই লুকিয়ে রাখা হত? প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

অন্যদিকে, ৮ নম্বর বালিগঞ্জ প্লেসের একটি বাড়িতে অভিযান চালিয়েছে ইডি৷ সেই বাড়িতে তালাবন্ধ অবস্থায় একটি লকার দেখতে পান ইডির আধিকারিকরা৷ ইতিমধ্যেই সেই লকার ভাঙার সমস্ত জিনিসপত্র আনা হয়েছে৷ ওই বাড়িতে উপস্থিত হয়েছেন ৮ জনের প্রতিনিধি দল৷

পাশাপাশি কসবার রাজডাঙার ‘ইচ্ছে’ নামক আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখানে মডেলিং ও ফটোশুটের কাজ চলত বলে জানা গেছে৷ পাশাপাশি বিয়ের জন্য এই বাড়ি ভাড়া দেওয়া হয়। এই বাড়িরই তিন ও চারতলাতে রয়েছে বসবাসযোগ্য ফ্ল্যাট। সেই ঘরগুলি থেকে সমস্ত তথ্য উদ্ধার করছে ইডির অফিসাররা।