Stephen Constantine : নতুন কোচের আগমন লাল হলুদ শিবিরে

আগামী মরশুমে নতুন ইনভেস্টার ইমামিকে সঙ্গে নিয়ে ইস্টবেঙ্গলের পথচলা শুরু সম্ভবত ২রা আগস্ট থেকে । কিন্তু তার আগে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কোচ নির্ধারণ হয়ে গেল…

Stephen Constantine

আগামী মরশুমে নতুন ইনভেস্টার ইমামিকে সঙ্গে নিয়ে ইস্টবেঙ্গলের পথচলা শুরু সম্ভবত ২রা আগস্ট থেকে । কিন্তু তার আগে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কোচ নির্ধারণ হয়ে গেল । গত এক সপ্তাহ যাবৎ যে জল্পনা তৈরি হয়েছিল সেটাতেই সিলমোহর পড়ল আজকে। সর্বসম্মতভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইস্টবেঙ্গল কর্মকর্তারা জানিয়ে দিলেন নতুন কোচ হচ্ছেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টনটাইন ( Stephen Constantine) ।

গত এক সপ্তাহ ধরে দুটি নাম খুবই চর্চায় ছিল । একজন ইস্টবেঙ্গলের নতুন কোচ কনস্টনটাইন এবং সহকারী কোচ সন্তোস ট্রফি জয়ী বিনো জর্জ । আজকে ইস্টবেঙ্গল যে প্রেস রিলিজ করেছে সেখানে বলা হয়েছে , অভিজ্ঞ ৫৯ বছর বয়সী প্রাক্তন ভারতীয় কোচকে ইস্টবেঙ্গলের নতুন দায়িত্ব দিতে পেরে লাল হলুদ বাহিনী খুবই খুশি এবং আনন্দিত। এই প্রেস রিলিজের কিছুক্ষণ পরেই Stephen Constantine ও নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন , তিনিও খুব আনন্দিত ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে । তিনি আরও বলেন , এই মরশুমে ইস্টবেঙ্গল ভালো ফল করবে এবং তার জন্য তিনি তার সব অভিজ্ঞতাই কাজে লাগাবেন ।

এই সোশ্যাল মিডিয়া পোস্টের পর সমর্থকদের মধ্যে আনন্দের ঝড় উঠে এসেছে। কারণটা হলো ভারতে ভালো ফল করা প্রাক্তন কোচের জন্য । যেহেতু সময় খুবই কম এবং দল গোছাতে হবে । সেই মতন কাজ শুরু করে দিয়েছেন নতুন কোচ । খবর সূত্র , Stephen Constantine এর বিদেশি বাছাই হয়ে গেছে আর তিনি তার তালিকা পাঠিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে। সেই মতো কাজও শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট । এখন শুধু সময়ের অপেক্ষা , নতুন কোচের কলকাতায় আগমনের। সমর্থকরা ও দিন গুনছে তাকে কাছ থেকে পাওয়ার জন্য।