BJP Sandeshkhali : সন্দেশখালির ‘প্রতিবাদী’ মুখকে সামনে রেখে লড়াইয়ের ডাক বিজেপির

সন্দেশখালি কাণ্ডে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য তখন একটি নাম হাওয়ায় ভেসে উঠেছিল, রেখা পাত্র। না কোনও সেলেব্রিটি নয়। কোনও পোড় খাওয়া রাজনীতিবিদও নয়। একদম…

rekha patra

সন্দেশখালি কাণ্ডে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য তখন একটি নাম হাওয়ায় ভেসে উঠেছিল, রেখা পাত্র। না কোনও সেলেব্রিটি নয়। কোনও পোড় খাওয়া রাজনীতিবিদও নয়। একদম সাধারণ একজন যিনি সন্দেশখালিকাণ্ডে নারী নির্যাতনের শিকার। তিনিই প্রথম মহিলা যিনি গর্জে উঠেছিলেন এই নির্যাতনের বিরুদ্ধে, তিনিই প্রথম নারী যিনি সন্দেশখালি কাণ্ডে প্রথম লিখিত অভিযোগ করেছিলেন। এইবার সেই অনামী রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রের টিকিট দিয়ে বিজেপি কি বুঝিয়ে দিতে চাইল, তারা সাধারণের মধ্যে থেকেই প্রার্থী করতে অভ্যস্ত! তারা সেলিব্রিটি প্রার্থীতে বিশ্বাসী নয়।

প্রসঙ্গত এই কেন্দ্রের সাংসদ ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। যিনি সন্দেশখালি কাণ্ডে নিয়ে একেবারেই নীরব ছিলেন। তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল তাঁর কার্যক্ষমতা নিয়ে। তাই এইবার ঘাসফুল তাঁদের প্রার্থী বদল করেছে। কিন্তু তাঁর বিপরীতে রেখা পাত্র যেন নাম ঘোষণা হওয়ার দিন থেকেই শক্তিশালী হয়ে উঠেছেন। তিনি বলেন,”সর্বদাই মা-বোনদের পাশে থাকব।”

উল্লেখ্য পাঁচ মহিলার যে দলটি প্রধানন্ত্রীর সঙ্গে দেখা করেন বারাসাতে সেই দলেও ছিলেন রেখা পাত্র। টিকিট পাওয়ার পরে তিনি মোদীজিকে ধন্যবাদ জানান। তবে সূত্রের খবর , বিরোধী দলনেতার ‘সুপারিশে’ রেখা পাত্রের উপরই ভরসা রেখেছে বিজেপি। এবার দেখার তাঁর কি দিল্লি যাওয়া হবে নাকি সন্দেশখালিতেই ‘প্রতিবাদী’ হয়ে থেকে যাবেন।