SSC Scam: এবার পার্থ বলবে সব ভাইপো জানে , মমতাকে নিশানা সুজনের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) কোটি কোটি টাকা, বিপুল জমি, অলঙ্কার উদ্ধার হচ্ছে ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন ডেরা থেকে। তা নিয়ে…

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) কোটি কোটি টাকা, বিপুল জমি, অলঙ্কার উদ্ধার হচ্ছে ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন ডেরা থেকে। তা নিয়ে ক্রমাগত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে বিরোধীরা। ফের একবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে একহাত নিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

সুজন বলেন, ২০ কোটি টাকা কি কোনও ইনকামের টাকা? ২৭ থেকে ২৮ কোটি টাকা কোনও ইনকামের টাকা। টালিগঞ্জের চাইতে বেলঘরিয়া বেশি। বেলঘরিয়ার চাইতে বীরভূম বেশি। বীরভূমের চাইতে আসানসোল বেশি। সমস্তগুলোকে ছাড়িয়ে ঘাট ঘুরতে ঘুরতে তো কালীঘাট? শয়ে শয়ে কোটি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুজন বলেন, এটা বোঝা গেল পার্থ চট্টোপাধ্যায় নাকি অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নাম বলা হচ্ছে তা তিনি জানতেন না।

সুজন চক্রবর্তীর কটাক্ষ, মুখ্যমন্ত্রী জানতেন না? পুলিশ মন্ত্রী জানতেন না? পুলিশের অফিসাররা জানতেন না?এই টাকার ভাগ কালীঘাটে যেত না? কালীঘাটের সঙ্গে ভাগাভাগি। জানে না কেউ? গোটা বাংলাটাকে পচিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন সকলে ফাঁক কেটে বের হওয়ার চেষ্টা করছে। এখন বলছে আমি জানিনা পার্থ। পার্থ বলবে আমি জানিনা ভাইপো। একেবারে মাথা অবধি যেতে হবে।

তিনি বলেন, যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তাতে কি শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বেনিয়মে চাকরি পাইয়ে দেওয়ার টাকা? এত বিপুল অঙ্কের টাকা, সম্পত্তি এল কীভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় কীভাবে এত প্রতিপত্তি বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের?

কেন পার্থ চট্টোপাধ্যায়কে গণ্ডার বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম? পড়ুন: 

CPIM: পার্থ চোরেদের গন্ডার, ভাণ্ডার আছে কালীঘাটে: মহম্মদ সেলিম

চাকরির দাবিতে আন্দোলনকারী যুবক যুবতীদের ধর্নামঞ্চে মিছিল করে করেছেন বাম নেতৃত্বরা। সেখানে এই গোটা দুর্নীতিচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পার্থ চোরেদের গণ্ডার। আসল ভাণ্ডার কালীঘাটে আছে।