HomeKolkata CitySSC Scam: মন্ত্রী কন্যার বদলে চাকরি পাওয়া ববিতা সরকারও বেকার

SSC Scam: মন্ত্রী কন্যার বদলে চাকরি পাওয়া ববিতা সরকারও বেকার

- Advertisement -

ববিতার অ্যাকাডেমিক স্কোর কম ছিল। ফলে সব দিক বিবেচনা করে ববিতার চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির (SSC Scam) অভিযোগে মেখলিগঞ্জের বিধায়ক ও তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরিতে বেনিয়মের অভিযোগ ছিল। তদন্তে তিনি দোষী প্রমাণিত হন। তার চাকরি চলে যায়।

মামলা করে এই চাকরি পান  ববিতা সরকার। আদালতে লড়াই করে নিজের চাকরি আদায় করে। এরপর ববিতার চাকরি নিয়েও ওঠে প্রশ্ন। দায়ের হয় মামলা। এই মামলার রায়ে ববিতারও চাকরি গেল

Advertisements
Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ