Latest development: ৩৬০০০ চাকরি বাতিলের রায় সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

যুগান্তকারী রায় সংশোধন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষকের বাতিল হওয়া চাকরির সংখ্যা কমল। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় সংশোধন করে নিলেন তাঁর রায়। বিচারপতি জানালেন, ”সংখ্যাটা ৩২ হাজারের কাছাকাছি হবে।”

ssc high

যুগান্তকারী রায় সংশোধন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষকের বাতিল হওয়া চাকরির সংখ্যা কমল। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় সংশোধন করে নিলেন তাঁর রায়। বিচারপতি জানালেন, ”সংখ্যাটা ৩২ হাজারের কাছাকাছি হবে।”

প্রসঙ্গত, গত শুক্রবার প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। মঙ্গলবার সেই রায়টিই সংশোধন করে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ওই রায়ে মুদ্রণজনিত ত্রুটি হয়েছে জানিয়ে বিচারপতির কাছে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানিতেই বিচারপতির পর্যবেক্ষণ, দুটি ভুলের কথা বলা হয়েছিল। দুটি ভুলই সংশোধন করা হবে। রায়ের ‘টাইপোগ্রাফি’ ভুল নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

প্রথমটি ছিল, প্যানেলের সর্বনিম্ন নম্বর রায়ে লেখা হয়েছে ১৪.১৯১। দ্বিতীয় ভুলটি ছিল, ৩৬ হাজারের নিয়োগে ত্রুটি হয়নি। সংখ্যাটা কিছুটা কম। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চাকরি বাতিলের সংখ্যাটি ৩২ হাজারের কাছাকাছি হবে। আর সর্বনিম্ন নম্বর সংশোধন করে হবে ১৩.৭৯৬।