SSC: গ্রুপ সি মামলায় CBI তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ

গ্রুপ সি মামলায় CBI তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। গ্রুপ…

গ্রুপ সি মামলায় CBI তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

গ্রুপ সি সিঙ্গল বেঞ্চের রায়ের উপর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ সি নিয়োগের ওপর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের ওপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। এই মামলার পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি ।

সেইসঙ্গে ৩৫০ জনের চাকরি বাতিলের নির্দেশিকাতেও এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই দুর্নীতির অভিযোগে এসএসসির রিপোর্ট তলব করল করল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও গ্রুপ ডি ৯০ জন এবং গ্রুপ সির ৫০ জন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।