কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের আগে ফুরফুরে মেজাজে মেরিনার্সরা

আগামী শনিবার ATK মোহনবাগান খেলতে নামছে কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে। তার আগে শুক্রবার ATK মোহনবাগান টুইটার হ্যান্ডেলে দলের অনুশীলন সেশনের ছবি পোস্ট করে ক্যাপসনে লিখেছে…

আগামী শনিবার ATK মোহনবাগান খেলতে নামছে কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে। তার আগে শুক্রবার ATK মোহনবাগান টুইটার হ্যান্ডেলে দলের অনুশীলন সেশনের ছবি পোস্ট করে ক্যাপসনে লিখেছে “ক্যাম্পে শুক্রবার অনুভূতি✨

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL”

প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগের(ISL) গত ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড ৩-৫-২ ফর্মেশনে মাঠে নামে এবং জয় ছিনিয়ে নিয়ে লিগের পয়েন্ট টেবিলে হায়দরাবাদ এফসি’র সঙ্গে যুগ্মভাবে শীর্ষ স্থানে ATK মোহনবাগান। যদিও এফসি গোয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেলেও ATK মোহনবাগানের হেডকোচ জুয়ান ফেরান্দো সন্তুষ্ট নন একথা ম্যাচ শেষে প্রেস মিটে জানিয়েছেন।

জুয়ান ফেরান্দো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি থাকা সত্ত্বেও পারফরম্যান্সের একই লেভেল বজায় রাখার জন্য তার দলের ফুটবলারদের প্রশংসা করেছেন ঠিকই সঙ্গে জুড়ে দিয়ে বলেছেন,”সত্যি বলতে কি, বিল্ড আপে, প্রেসের সময়টা ভালো ছিল না। খেলোয়াড়রা খুব ক্লান্ত। তারা ফ্রেশ ছিল না।”

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের শেষে দলের ইনজুরি প্রসঙ্গে ফেরান্দো বলেছিলেন,”ডেভিড উইলিয়ামস, হুগো বাউমাস, রয় কৃষ্ণ এবং কার্ল ম্যাকহুগের মতো খেলোয়াড়দের ইনজুরির রয়েছে।”

আগামী শনিবার কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ম্যাচ। মনবীর সিং’র জোড়া গোলে জয় পেয়েছে ATK মোহনবাগান,এফসি গোয়ার বিরুদ্ধে। ডিফেন্স লাইনে তিরি-সন্দেশ কম্বিনেশন ক্লিক করেছে। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি’র সাথে যুগ্ম ভাবে ISL লিগ শীর্ষে উঠে আসে ATK মোহনবাগান।

ইন্ডিয়ান সুপার লিগে (ISL)শেষ চারের টিকিট কনফার্ম মেরিনার্স ক্যাম্পের। এখন টার্গেট সবুজ মেরুন ব্রিগেডের এই সাফল্য ধরে রাখা। কেননা, সাফল্য পাওয়া আর ওই সাফল্যকে বজায় রাখাটাই এখন বড়ো চ্যালেঞ্জ হেডকোচ জুয়ান ফেরান্দো এবং তার ছেলেদের কাছে।