ভোটের মুখে বাতিল ২৬ হাজার চাকরি, আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC

 লোকসভা ভোটের মাঝেই প্রায় ২৬ হাজার চাকরি বাতিল ঘিরে তোলপাড় হয়ে রয়েছে বাংলা। এদিকে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ বুধবার…

 লোকসভা ভোটের মাঝেই প্রায় ২৬ হাজার চাকরি বাতিল ঘিরে তোলপাড় হয়ে রয়েছে বাংলা। এদিকে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ বুধবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি (SSC)। 

যদিও যোগ্যদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে বিজেপি। অন্যদিকে চাকরি বাতিলকে ঘিরে ক্ষোভে ফুঁসছে শাসক দল তৃণমূল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যোগ্যদের চাকরি দেওয়ার দায় কার? কলকাতা হাইকোর্টের রায়ে চোখে জল চাকরি হারাদের। 

কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন, চাকরিচ্যুতদের মধ্যে যোগ্য শিক্ষক রয়েছে যারা মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছিল। যোগ্য/অযোগ্য তালিকা সরকার ও এসএসসি না জানানোয় অযোগ্যদের সাথে যোগ্যদের চাকরি গেল।ছাত্র ও যুব সংগঠনের কাছে আবেদন করছি যোগ্যদের স্বার্থে এসএসসি ও সরকারের বিরুদ্ধে রাজ্যব্যাপী তীব্র বিক্ষোভ সংগঠিত করা উচিত।