Manipur: মোদী বলেছিলেন ‘শান্ত রাজ্য’, ভোটের আগে ধারাবাহিক বিস্ফোরণ মণিপুরে

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের আগে মণিপুরে (Manipur) পরপর বিস্ফোরণ। একাধিক বিস্ফোরণের জেরে উত্তর পূর্বের এই বিজেপি শাসিত রাজ্যে ছড়াল নির্বাচন কেন্দ্রীয় হিংসা। কমপক্ষে তিনটি বিস্ফোরণ…

Manipur

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের আগে মণিপুরে (Manipur) পরপর বিস্ফোরণ। একাধিক বিস্ফোরণের জেরে উত্তর পূর্বের এই বিজেপি শাসিত রাজ্যে ছড়াল নির্বাচন কেন্দ্রীয় হিংসা। কমপক্ষে তিনটি বিস্ফোরণ হয়েছে। ব্রিজ ধংস।

আউটার মণিপুর কেন্দ্রের এক  অংশে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের মাত্র দুই দিন বাকি আছে, মঙ্গলবার ও বুধবার মধ্যরাতে কাংপোকপি জেলায় তিনটি মাঝারি তীব্রতার বিস্ফোরণ হল। তিনটি বিস্ফোরণে একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিস্ফোরণের কারণে কোনও আহত বা মৃত্যু হয়নি। বিস্ফোরণ ন্যাশনাল হাইওয়ে-2 এর ট্রাফিক চলাচলকে প্রভাবিত করেছে। এই পথ ইম্ফলকে নাগাল্যান্ডের ডিমাপুরের সাথে সংযুক্ত করে। ঘটনাটি ঘটেছে কাংপোকপি জেলার সাপোরমেইনার কাছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালায়।

   

গত একবছর ধরে তীব্র জাতিগত সংঘর্ষে শতাধিত মৃত্যুর জেরে মণিপুর ছিল রক্তাক্ত। সেই সংঘর্ষ থাকলেও তবে বিক্ষিপ্ত হিংসাত্মক কার্যকলাপ চলেছে। রক্তাক্ত মণিপুর শান্ত হয়েছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম দফার ভোটে হিংসাত্মক পরিবেশ ছিল। এবার দ্বিতীয় দফার ভোটের আগেই ধারাবাহিক বিস্ফোরণ।

বিজেপি শাসিত রাজ্যের দুটি আসন। নির্বাচনে হিংসা এড়াতে দুটি আসনেই ধাপে ধাপে ভোটের সূচি ঠিক করে নির্বাচন কমিশন।   স্বাধীন সংবাদ মাধ্যমের খবর রাজ্যে প্রথম ধাপের ভোট গুলি চালানো, ইভিএম ধ্বংস এবং ইনার মণিপুর নির্বাচনী এলাকার কিছু অংশে জোরজবরদস্তি ও ভীতি প্রদর্শনের অভিযোগে বিঘ্নিত হয়েছিল৷ এরপর থেকে ইম্ফল পশ্চিম ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় বন্দুকযুদ্ধও হয়েছে।